বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি অরণ্যে গাঁজা চাষের একটি বড়সড় স্থান শনাক্ত করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়।
আটক হওয়া থনরুই ম্রো (২২) বলিপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাখয় ম্রো কমান্ডার গ্রামের বাসিন্দা এবং নিয়াপিও ম্রোর ছেলে।
বিজিবি সূত্র জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও থানচি থানা পুলিশ যৌথভাবে সাখয় ম্রো কমান্ডার গ্রামের নিকটবর্তী গভীর জঙ্গলে অভিযান চালায়। সেখানে প্রায় দুই একর উঁচুনিচু পাহাড়ি জমিতে গাঁজার ব্যাপক চাষের প্রমাণ পাওয়া যায়। অভিযানে জুমবাগানের সব গাঁজা গাছ ধ্বংস করা হয়। পরে আটক থনরুই ম্রোকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
আমারবাঙলা/এনইউআ