চট্টগ্রাম ওয়াসা মোড়ে ভোক্তা অধিকারের অভিযান, কুটুমবাড়ি রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম
চট্টগ্রাম শহরের ওয়াসা মোড় এলাকায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি যৌথ টিম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পরিচালিত অভিযানে কুটুমবাড়ি রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও প্রক্রিয়াকরণ চলতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আমারবাঙলা/এনইউআ