মাদারীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার সকালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মাদারীপুর সরকারি সমন্বিত অফিস ভবন চত্বরে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, এবং টিআইবির সহযোগিতায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।
পরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি দমন কমিশন মাদারীপুর সমন্বিত অফিস কার্যালের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীিয় সরকার বিভাগের উপপরিচালক মো. আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহঙ্গীর আলম, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতি রোধ কমিটির সদস্য ও দৈনিক আমার বাঙলা পত্রিকা এর জেলা প্রতিনিধি আজমল হুদা ঢালী। এ সময় বিভিন্ন সরকারি অফিসের প্রধান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, রোভার স্কাউটস, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
আমারবাঙলা/এসএবি