কুষ্টিয়ার খোকসা উপজেলায় হৃদয়বিদারক ঘটনায় ৩ বছরের এক শিশু কন্যা মারা গেছে। শিশু খাদিজা, জয়ন্তীহাজরা ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের বাহারুল মোল্লার মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু খাদিজা বাড়িতে খেলা করার সময় ঘরে রাখা সেভেনআপের বোতল দেখতে পায়। অসাবধানতাবশত শিশু খাদিজা বোতলে রাখা কীটনাশককে সেভেনআপ ভেবে পান করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক শিশু খাদিজাকে মৃত ঘোষণা করেন এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
শিশু খাদিজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ঘরে কীটনাশক রাখার ক্ষেত্রে পরিবারের সদস্যদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। সতর্ক না হলে ভবিষ্যতে এমন হৃদয়বিদারক ঘটনা পুনরায় ঘটতে পারে।
আমারবাঙলা/এসএ