ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (২১ জানুয়ারি) সারাদেশের নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পরপরই আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত প্রচারণা চালানোর সুযোগ থাকবে।
এর আগে গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টায় প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই ও আপিল প্রক্রিয়া শেষে মোট দুই হাজার ২৫৩ জন প্রার্থী বৈধতা পেলেও শেষ দিনে ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এতে চূড়ান্তভাবে ভোটের মাঠে থাকছেন এক হাজার ৯৬৭ জন প্রার্থী।
নির্বাচন কমিশন জানায়, এবারের নির্বাচনে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট দুই হাজার ৫৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে দুই হাজারের বেশি প্রার্থী বৈধ তালিকায় অন্তর্ভুক্ত হন।
স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইসি পরিপত্র অনুযায়ী, ব্যালট পেপারে প্রার্থীদের নাম বাংলা বর্ণানুক্রমে সাজিয়ে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে সারাদেশে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে, এবং ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী পরিবেশ।
আমারবাঙলা/এসএবি