সমন্বয় সভায় বক্তব্য রাখছেন সিটি মেয়র। ছবি: চসিকের সৌজন্য
সারাদেশ
মেয়র বলেন, ‘আমি নগরে কোনো ভাঙা সড়ক দেখতে চাই না।’

চট্টগ্রাম সিটিতে যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন—৩৬ প্রকল্পের দরপত্র মূল্যায়ন চলছে

নেজাম উদ্দীন আবির, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটির সড়ক যোগাযোগ উন্নয়নে ২৫০ থেকে ৩০০ কোটি টাকার একটি বড় প্রকল্পের প্রাক্কলন চলছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানান, বর্তমানে ৩৬টি উন্নয়ন প্রকল্পের দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া চলছে। শিগগিরই ৪০ থেকে ৫০টি সড়ক, ফুটওভারব্রিজ ও অন্যান্য অবকাঠামো নির্মাণকাজের উদ্বোধন করা হবে। মেয়র বলেন, ‘আমি নগরে কোনো ভাঙা সড়ক দেখতে চাই না।’

গতকাল সোমবার টাইগারপাসে চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রকৌশল বিভাগের সমন্বয়সভায় এসব কথা বলেন তিনি।

গুরুত্বপূর্ণ সড়ক অগ্রাধিকার

সভা শেষে আজাদীকে মেয়র জানান, শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। খুলশীসহ যেসব এলাকায় রেললাইন সড়কের ওপর দিয়ে গেছে, সেখানে ওভারপাস নির্মাণে ডিপিপি (প্রকল্প প্রস্তাব) প্রস্তুত করা হবে। ভূমিকম্পঝুঁকিতে থাকা শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের ভবনগুলো নতুন করে নির্মাণে আলাদা ডিপিপি প্রণয়ন করা হবে। পাশাপাশি ভাঙা সড়ক সংস্কারেও পৃথক প্রস্তাব করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত প্রকৌশলীরা জানান, দেওয়ানহাট ব্রিজের পুর্ননির্মাণ বা বিকল্প পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হয়। ব্রিজটি পুরোনো হওয়ায় ট্রাফিক ডাটা সংগ্রহ করা হয়েছে। প্রতিদিন কত গাড়ি ব্রিজটি দিয়ে চলাচল করে তার ওপর ভিত্তি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় পরিকল্পনা চূড়ান্ত করা হবে। মেয়র এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

ওয়াসার কাটাকাটি নিয়ে ক্ষোভ

ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কারণে শহরের বিভিন্ন সড়ক কাটাকাটি করায় জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় সভায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। তিনি বলেন, ‘অতীতে সমন্বয়হীনতার কারণে চসিকের নতুন বানানো অনেক সড়ক ওয়াসা কেটে ফেলেছে। এভাবে চলতে দেওয়া যাবে না।’
মেয়র নির্দেশ দেন, কোন এলাকায় ওয়াসা সড়ক কাটবে তা আগেই জেনে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। বিশেষ করে কোতোয়ালী এলাকার মতো গুরুত্বপূর্ণ সড়কে হঠাৎ কাটাকাটি করে যেন যানজট সৃষ্টি না হয়।

পিডিবির বিদ্যুৎ পোলেও প্রতিবন্ধকতা

প্রকৌশলীরা জানান, পিডিবির বিদ্যুৎ পোল ও বৈদ্যুতিক লাইনের কারণে অনেক জায়গায় ফুটওভারব্রিজ নির্মাণ ও সড়কে চলাচলে বাধা তৈরি হচ্ছে। মেয়র দ্রুত পিডিবির সঙ্গে সমন্বয় করে সমস্যার সমাধানের নির্দেশ দেন।

মাঠ সংস্কারে নতুন পরিকল্পনা

ডা. শাহাদাত জানান, মহসিন কলেজ মাঠের আদলে শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মাঠও সংস্কার করা হবে। তিনি বলেন, ‘৪১টি ওয়ার্ডে ৪১টি মাঠ করার প্রতিশ্রুতির মধ্যে ১১টির উন্নয়নকাজ ইতিমধ্যে চলছে।’ চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পতিত জমি জনকল্যাণে ব্যবহারের জন্য উন্নয়নের উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীরা।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হচ্ছেন জসিম উদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির...

রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো অটোরিকশাচালককে, নীরব দর্শকরা

চট্টগ্রাম নগরে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে পিটিয়ে এক অটোরিকশাচালককে হত্যা করা...

গাজায় ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ নিহত ১১

গাজায় গতকাল বুধবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।...

চন্দনাইশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ উপজেলার বরগুনি ব্রীজ সংলগ্ন এলাক...

আইসিসির আলটিমেটামের আগে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: আকাশ চোপড়া

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা...

নির্বাচনি প্রচারণায় মিরপুরে বিজিবি মোতায়েন, কঠোর নজরদারি

ঢাকার মিরপুর এলাকায় নির্বাচনি প্রচারণা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশে...

ভারতকে চোখ রাঙিয়ে বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত চূড়ান্তভাব...

নির্বাচন সামনে রেখে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারাদে...

আইসিসির আলটিমেটামের আগে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: আকাশ চোপড়া

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা...

রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো অটোরিকশাচালককে, নীরব দর্শকরা

চট্টগ্রাম নগরে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে পিটিয়ে এক অটোরিকশাচালককে হত্যা করা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা