ছবি: সংগৃহীত
সারাদেশ

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকি–সহিংসতা প্রতিরোধে কোডেকের কমিটি গঠন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট

উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকি মোকাবিলা, লিঙ্গসমতা নিশ্চিত করা, সহিংসতা প্রতিরোধ এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। এ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ও কমিটি গঠন–সংক্রান্ত সচেতনতামূলক সভার আয়োজন করে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় সেতারা আব্বাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। “ন্যায়সংগত পরিবর্তনের জন্য পরিবেশগত মানবাধিকার: স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনসমূহের সক্ষমতা বৃদ্ধি” প্রকল্পের আওতাধীন এ সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল মো. কামরুজ্জামান।

সভায় বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদীভাঙনসহ জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগে মোরেলগঞ্জ অঞ্চলের মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হন। এতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনিয়ন–উপজেলা পর্যায়ে জনসচেতনতা বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা নিতে নতুন কমিটির ওপর জোর দেন তাঁরা।

নারী ও শিশুদের প্রতি সহিংসতা কমাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সংগঠনগুলোকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, কিশোর–তরুণদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে হবে।

নবগঠিত উপজেলা কমিটি নিয়মিত সচেতনতা কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি, তৃণমূল থেকে তথ্য সংগ্রহ এবং বাস্তবসম্মত সুপারিশ তৈরির মাধ্যমে স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

কোডেকের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশগত ন্যায়বিচার, নারী–পুরুষ সমতা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নতুন কমিটির মাধ্যমে নানা সামাজিক কর্মসূচি পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন কোডেকের প্রকল্প সমন্বয়কারী শংকর কুমার বিশ্বাস, কারিগরি কর্মকর্তা কাজী সানি ফেরদৌস, প্রভাষক আব্দুর রহিম এবং যুব প্রতিনিধি মো. সাকিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোডেকের মোরেলগঞ্জ এরিয়া অফিসার অজিফা নীলা। স্থানীয় সংগঠনের প্রতিনিধি, শিক্ষক–শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ সভায় অংশ নেন।

অংশগ্রহণকারীরা বলেন, নতুন কমিটির কার্যক্রম মোরেলগঞ্জে পরিবেশবান্ধব উদ্যোগ, সামাজিক স্থিতিশীলতা এবং সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির শপথ গ্র...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

দিবাগত গভীর রাতে পুলিশের পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করে একটি মুরগির খামারে ড...

মিয়ানমারের ভেতরে টানা গোলাগুলি, বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে টানা গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে...

চবিতে আওয়ামী লীগপন্থী এক শিক্ষককে শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হ...

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

কক্সবাজারের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত...

ঝালকাঠিতে জামায়াতে যোগ দিলেন শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা

ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী শতাধিক মানুষ বাংল...

ভারতীয় ট্রাকের ধাক্কায় বাংলাদেশি পথচারী নিহত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় কবির আলী...

শোষণ-মুক্তির প্রেরনা শহীদ আসাদ

।। এম.গোলাম মোস্তফা ভুইয়া ।। ০১. ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। বাংলাদেশে...

আ. লীগ নেতার বিরুদ্ধে জমি ক্রয়-বিক্রয়ের অর্থ আত্মসাতের অভিযোগ

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি সংক্রান্ত ক্রয়-বিক্রয়ের টাকা আত্মসাতের অভিযো...

চট্টগ্রামে খাবারে অনিয়ম বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে একাধিক ব্যবসাপ্রতি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা