রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় সরকারি জমিতে অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে বিপজ্জনক বিনোদনমূলক রাইড ‘জর্বিং বল’ বা ওয়াটার ওয়াকিং বল। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়া জনাকীর্ণ এলাকায় এ রাইড চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দর্শনার্থী ও পরিবেশবিদরা। স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকাও প্রশ্নের মুখে।
দিয়াবাড়ির জলাধারের পাশের সরকারি খাস জমিতে একটি অসাধু চক্র কোনো অনুমতি ছাড়াই এই রাইড পরিচালনা করছে। রাইডের কাঠামো দুর্বল, নেই নিরাপত্তাসামগ্রী বা প্রশিক্ষিত কর্মী। শিশু–কিশোরদের ঝুঁকিপূর্ণভাবে রাইডে তোলা হচ্ছে।
জর্বিং বল একটি বাতাস–ভর্তি স্বচ্ছ বল, যেখানে মানুষ ভেতরে ঢুকে পানির ওপর গড়াগড়ি খায়। আন্তর্জাতিকভাবে এই রাইডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ধরা হয়। যুক্তরাষ্ট্রের কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন (CPSC) সতর্ক করে বলেছে—এ রাইডে শ্বাসরোধ, ডুবে যাওয়া, সংঘর্ষ ও আঘাতের ঝুঁকি অত্যন্ত বেশি।
দিয়াবাড়িতে পরিচালিত রাইডে একাধিক মানুষকে একই বলের ভেতরে ঢোকানো হচ্ছে। এতে দ্রুত অক্সিজেন কমে যাওয়া ও কার্বন-ডাই–অক্সাইড জমে শ্বাসকষ্টের আশঙ্কা থাকে।
সরকারি জমি দখলমুক্ত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা যেখানে প্রশাসনের দায়িত্ব, সেখানে এমন ঝুঁকিপূর্ণ রাইড কীভাবে দিনের পর দিন চলছে—তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট থানা ও প্রশাসনিক দপ্তরগুলোর নীরবতা সমালোচনার জন্ম দিয়েছে।
দর্শনার্থীদের কেউ কেউ জানালেন, “রাইডটি দেখতে মজাদার হলেও এর কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। বাচ্চারা এটিতে চড়ছে, যা খুবই বিপজ্জনক। স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
স্থানীয়দের দাবি, অবিলম্বে এই অবৈধ রাইড বন্ধ করে সরকারি জমি দখলমুক্ত করা হোক। জনজীবনের ঝুঁকি তৈরি করা চক্রের বিরুদ্ধে প্রশাসনের জরুরি পদক্ষেপ চান তারা। পরিবেশ অধিদপ্তর, রাজউক ও স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
● আমারবাঙলা/এফএইচ