ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁঞা মিন্টুর পক্ষ থেকে সহায়তার অর্থ তুলে দেন। সম্পূর্ণ ঘরহারা পরিবারটি এই তাৎক্ষণিক সহায়তা পেয়ে স্বস্তি ফিরে পায়।
ক্ষতিগ্রস্ত পরিবারকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পোশাক ও উপহার সামগ্রী প্রদান করেছেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম। আগুনে সব হারানো পরিবারের প্রতি চেয়ারম্যানের এই মানবিক ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, ‘বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার পর আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। চেয়ারম্যান ও মিন্টু সাহেবের সহায়তা পেয়ে অন্তত এখন কিছুটা ভরসা পাচ্ছি। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।’
চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম বলেন, ‘আমি সব সময় গরিব–দুঃখী মানুষের পাশে থাকতে চাই। কেউ আমার বিরুদ্ধেও গেলে আমি তাকে শত্রু ভাবি না। মানুষের বিপদে মানবিকভাবে পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব। ভবিষ্যতেও সবার পাশে ছায়া হয়ে থাকতে চাই।’
● আমারবাঙলা/এফএইচ