ফেনীর পরশুরাম উপজেলার গুতুমা সীমান্ত এলাকা থেকে ৯০টি বন্য শালিক পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকালে গুতুমা বিওপির নিয়মিত টহল দল সীমান্তে নজরদারি চালানোর সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে বাঁশের ঝুড়ি হাতে সীমান্তের দিকে যেতে দেখে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ঝুড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে টহল দল ঝুড়িটি তল্লাশি করে এর ভেতরে গাদাগাদি করে রাখা ৯০টি বন্য শালিক পাখি দেখতে পায়। দীর্ঘক্ষণ খাঁচাবন্দি থাকায় পাখিগুলো ছিল অত্যন্ত ক্লান্ত ও ভীতসন্ত্রস্ত। বিজিবি সদস্যরা দ্রুত ঝুড়িটি খুলে পাখিগুলোকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করেন।
খাঁচা থেকে মুক্তি পেয়ে শালিকগুলো মুহূর্তেই সীমান্ত এলাকার আকাশে উড়াল দেয়। সীমান্ত সুরক্ষার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণেও বিজিবির এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
যদিও কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে বন্যপ্রাণী পাচার রোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
● আমারবাঙলা/এফএইচ