বছরের শুরুতেই দেশে শীতের দাপট তীব্রভাবে অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের এক মাস মেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি জানুয়ারি মাসে শীত আরও প্রবল হতে পারে। এ সময়ে মধ্যে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে।
জানুয়ারি মাসে মোট ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২-৩টি হবে মৃদু থেকে মাঝারি এবং ১-২টি হতে পারে মাঝারি থেকে তীব্র। ঘন কুয়াশা ও আর্দ্র বাতাসের কারণে দিনের বেলাতেও শীতের তীব্রতা বেশি অনুভূত হবে। বিশেষ করে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার প্রভাব লক্ষ্যণীয় হবে, যা কিছু এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
আবহাওয়ার এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। তবে স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে স্বাভাবিকের কাছাকাছি থাকবে। দেশের নদী-নালা ও অববাহিকায় পানিপ্রবাহও স্বাভাবিকভাবে বজায় থাকবে।
এ দিকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী ঢাকা। শনিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। দুপুর পর্যন্ত কুয়াশা ও শীতের এ দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আমারবাঙলা/এসএবি