চট্টগ্রাম মীরসরাইয়ের বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় একটি বরযাত্রীবাহী হায়েস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে এক নারী নিহত এবং আহত হয়েছেন অনেকে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুরে বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিল গাড়িটি। গাড়িটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন। অতিরিক্ত গতির কারণে হায়েস চালক গাড়িটি সড়কের পাশে নামিয়ে দেন এবং নিজে লাফ দিয়ে নেমে যান।
এই দুর্ঘটনায় কনের নানী ফাতেমা বেগম (৫৫) ঘটনাস্থলেই মারা যান। অনেকে আহতকে স্থানীয় বিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। দুর্ঘটনার সময় সড়কের পাশে থাকা ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরও গাড়ি উঠে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, "দুইটি হায়েস গাড়ি একসাথে আসছিল। কালো রঙের গাড়িটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে পড়ে যায়। চালক তখন নিজে লাফ দিয়ে নেমে যান।"
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক হাবিব বলেন, "দূর্ঘটনার খবর আপনার মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে এখনই আমাদের টিম পাঠানো হচ্ছে।"
আমারবাঙলা/এনইউআ