আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা উদ্বেগে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর পাকিস্তানও বিশ্বকাপে অংশ নেবে কি না—সে বিষয়ে আলোচনা জোরদার হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্যমতে, এই পরিস্থিতিতে সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। বৈঠকে টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মতামতও নেওয়া হবে। ফেডারেল তথ্য প্রতিমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, সরকার বিষয়টি সরাসরি তদারকি করছে এবং সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে বাংলাদেশের অবস্থানকে নীতিনির্ভর সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্তে দ্বৈত মানদণ্ডের ইঙ্গিত রয়েছে। তাঁর মতে, রাজনৈতিক বিবেচনায় ক্রিকেট পরিচালিত হলে খেলাটির ক্ষতিই হয়।
নাকভি আরও বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক সংস্থার চেয়ে নিজ দেশের সরকারের কাছেই বেশি দায়বদ্ধ। ফলে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে শেষ কথা বলবে পাকিস্তান সরকার।
প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল। আইসিসি সেই প্রস্তাব গ্রহণ না করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে।
এই সিদ্ধান্তের পর থেকেই গুঞ্জন শুরু হয়—বাংলাদেশের বাদ পড়ার সিদ্ধান্ত বহাল থাকলে পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের বিষয়টি বিবেচনা করতে পারে।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সূচি রয়েছে।
আমারবাঙলা/এসএবি