বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাইবার নিরাপত্তা আয়োজন ‘দ্য বাগ হান্ট সিরিজ ২০২৬’-এ অংশ নিয়েছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের (SUPC) তিন সদস্য। বাস্তবভিত্তিক বাগ হান্টিং চ্যালেঞ্জ, বিশেষজ্ঞদের পরিচালিত প্রশিক্ষণ সেশন এবং আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের সুযোগ নিয়ে এই আয়োজনটি দেশের সাইবার নিরাপত্তা অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে।
এই আয়োজনে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের প্রতিনিধিত্ব করেন ক্লাবের সাধারণ সম্পাদক এমডি মাহমিদুল হাসান, সাইবার সিকিউরিটি উইংয়ের নির্বাহী কাজী সাব্বির এবং নির্বাহী সদস্য এমডি আল রাকিবুল হাসান লিসান। অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রি-গ্রেড ভলনারেবিলিটি ডিসকভারি পরিবেশে হাতে-কলমে কাজ করার সুযোগ পান।
বাগ হান্ট ২০২৬-এ অংশগ্রহণকারীরা প্রতিযোগিতামূলক বাউন্টিভিত্তিক চ্যালেঞ্জের মাধ্যমে বিভিন্ন ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করার অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পান তারা। সফল অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে SUPC-এর সদস্যরা পুরস্কার ও সনদও অর্জন করেন।
সাইবার নিরাপত্তা খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ‘দ্য বাগ হান্ট সিরিজ’ প্রতিবছরই তরুণদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
এই আয়োজনে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিভিত্তিক কার্যক্রম ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আমারবাঙলা/আরআরপি