খেলা

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

ক্রীড়া প্রতিবেদক

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ সালে। সেবার ডারউইনে খেলা তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আর বাংলাদেশ দলকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানায়নি। ফলে বাংলাদেশের ক্রিকেটারদের কাছে ওই কন্ডিশন একপ্রকার অপরিচিতই থেকে গেছে।

দেশের ক্রিকেটের বর্তমান প্রজন্মকে অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার সুযোগ করে দিতে গত বছর থেকে ডারউইনে টি২০ টুর্নামেন্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট সিরিজ খেলেছে। ২০২৬ সালে জাতীয় দলের সফর সামনে রেখে দেশটিতে এবার খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে অভিজ্ঞদের পাশাপাশি উদীয়মান ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া হচ্ছে।

নাঈম হাসান, মাহিদুল ইসলাম অংকন, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহানের সঙ্গে জাতীয় দলের নাঈম শেখও যেতে পারেন অস্ট্রেলিয়ায়। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়া নাঈমকে আরও সুযোগ দিতে চান নির্বাচকরা। এ কারণে ‘এ’ দলে খেলার সুযোগ করে দেওয়া হয় তাঁকে।

১৪ থেকে ২৪ আগস্ট ডারউইনে আট থেকে ৯টি দল নিয়ে টি২০ টুর্নামেন্টের খেলা হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল, পাকিস্তান শাহীনস ও নেপাল ‘এ’ দল অংশ নিচ্ছে। ২৮ থেকে ৩১ আগস্ট অস্ট্রেলিয়া নদার্ন টেরিটরি ক্রিকেট দলের সঙ্গে একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। গত বছর যেটি হয়েছিল পাকিস্তান শাহীনসের সঙ্গে। ১৫ জনের টি২০ দলে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের নেওয়া হতে পারে।

আফিফ হোসেন, সাইফ হাসান, রিপন মণ্ডল, মাহমুদুল হাসান জয়ের মতো ক্রিকেটারকে সুযোগ দেওয়া হচ্ছে পাইপলাইন শক্তিশালী করতে। কারণ, এই ক্রিকেটাররা কিছুদিন আগেও জাতীয় দলে ছিলেন। তাদের পেছনে অনেক বিনিয়োগ আছে বিসিবির। এছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের পুল বড় করতে সোহানকে নেওয়া।

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ভালো ক্রিকেট খেলেও নির্বাচকদের হৃদয় জিততে পারেননি তিনি। শ্রীলঙ্কা সফরে ১৬ জনের স্কোয়াডে পাঁচজন পেসার নিলেও মিডলঅর্ডার বিকল্প ব্যাটার ছিলেন না একজনও। যেখানে সোহানকে নেওয়ার সুযোগ ছিল বলে মনে করা হয়। সেটি না করে নির্বাচকরা গ্লোবাল টি২০ টুর্নামেন্টে খেলার জন্য রংপুর রাইডার্সের দল গঠন করে দেন তারা। সমালোচনার মুখে সোহানকে হয়তো ‘এ’ দলে টি২০ খেলার সুযোগ দেওয়া হচ্ছে। আজ চট্টগ্রাম ‘এ’ দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

বিসিবি পাইপলাইনে থাকা মুশফিক হাসান, মৃতুঞ্জয় চৌধুরী, ইফতেখার ইফতি, মাহফিজুর রাব্বি, জিসান আলম, আকবর আলি, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদকে সুযোগ দেওয়া হতে পারে। এই ক্রিকেটারদের নিয়ে চট্টগ্রামে ‘এ’ দলের ক্যাম্প করছেন কোচ মিজানুর রহমান বাবুল। মিরপুরে সোহেল ইসলামের সঙ্গে লাল বলে অনুশীলন করছেন নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান ও পেসার মোহাম্মদ এনামুল।

এই চার ক্রিকেটার চার দিনের ম্যাচে খেলবেন। সেক্ষেত্রে ১৯ থেকে ২০ জনের একটি দল নিয়ে অস্ট্রেলিয়া খেলতে যাবেন বাবুল। তবে জয়ের জন্য টি২০ দলের দরজাও খোলা। সাইফকেও পাইপলাইন ধরে রাখা হয়েছে। জাতীয় দলের জন্য বিবেচিত না হলেও ‘এ’ দলের ক্যাম্পে থাকছেন পেস বোলিং অলাউন্ডার আবু হায়দার রনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

বাংলাদেশ স্কাউটস্ এ সংস্কারের আড়ালে গঠনতন্ত্র পরিপন্থী কাজের দায় কার?

গত ১১ তারিখে বাংলাদেশ স্কাউটস এর বর্তমান এডহক কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে য...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা