ছবি: সংগৃহীত
সারাদেশ

থার্টি ফার্স্ট নাইট ঘিরে ছয় নির্দেশনা

চট্টগ্রাম ব্যুরো:

ইংরেজি নববর্ষ উপলক্ষে নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন নিশ্চিত করতে ছয় দফা নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইটে অনুমতি ছাড়া কোনোভাবেই সর্বসাধারণের ব্যবহৃত স্থান, সড়ক, উন্মুক্ত এলাকা কিংবা ভবনের ছাদে অনুষ্ঠান, সভা-সমাবেশ বা গণজমায়েত করা যাবে না। একই সঙ্গে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করে নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ্যযন্ত্র পরিবেশন, ডিজে পার্টি, র‌্যালি কিংবা শোভাযাত্রাও নিষিদ্ধ থাকবে।

এছাড়া থার্টি ফার্স্ট নাইটে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো কিংবা ফানুস ওড়ানো যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় আরও জানানো হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত নগরীর সব মদের বার ও মদের দোকান বন্ধ থাকবে। একই সময়সীমায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রসহ সব ধরনের অস্ত্র—দেশীয় অস্ত্র, তলোয়ার, বর্শা, ছোরা, লাঠি এবং বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত পতেঙ্গা ও পারকি সমুদ্র সৈকত এলাকায় অবস্থান করাও নিষিদ্ধ থাকবে। ওই সময় বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দে হর্ন বাজানো, মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নৈতিকতা পরিপন্থি কর্মকাণ্ড, নারীদের প্রতি যে কোনো ধরনের হয়রানি বা ইভটিজিংসহ সব ধরনের বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে নগর পুলিশ।

নগরবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এসব নির্দেশনা কঠোরভাবে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেছে সিএমপি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীর বাজারে কমে আসছে পেঁয়াজ ও শাক-সবজির দাম

মনোহরদীর বাজারে কমে আসছে পেঁয়াজ ও শাকসবজির দাম। বিশেষ করে নতুন দেশি পেঁয়াজে...

অসুস্থতার ভারে ভেঙে পড়া এক পরিবারের করুণ গল্প

চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে সড়কের পাশে পড়ে ছিল দুই শিশু। বড় বোন আয়শ...

চন্দনাইশে গরম পানির ডেকচিতে পড়ে শিশুর মৃত্যু

চন্দনাইশে গরম পানির ডেকচিতে পড়ে দগ্ধ হয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।...

চকরিয়া–পেকুয়া আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন জমা

কক্সবাজার–১ (চকরিয়া ও পেকুয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে...

নির্বাচন না করে এনসিপির মুখপাত্র হলেন আসিফ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ...

ঢাকায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, শীতের তীব্রতা বাড়ছে

শীতের প্রভাব আরও জোরালো হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে।আজ সকাল থেকে বৃষ্টির মতো...

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুরে জাতির উদ্দেশে একটি গুরুত্...

থার্টি ফার্স্ট নাইট ঘিরে ছয় নির্দেশনা

ইংরেজি নববর্ষ উপলক্ষে নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বা...

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্...

বিদায়ী বার্তায় যা লিখলেন ওসি আরিফুর রহমান

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা থেকে বদলি হয়ে সদরঘাট থানায় যোগদান করেছেন আকবরশাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা