বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপির নেতৃবৃন্দ এ সংস্কার কার্যক্রম শুরু করবেন।
জনমানুষের যেসব প্রশ্ন ও চাওয়া রয়েছে, সেগুলোর সঙ্গে একটি মহলের চাওয়ার অমিল থাকলেও, বিএনপি সফল একটি রাজনৈতিক দল হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি নিয়ে সংস্কার চালিয়ে যাবে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় পৌরসভা চত্বরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা শেষে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। একই সঙ্গে দলীয় কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনাও দেন তিনি।
এর আগে দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে জেলার সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথা শুনে উত্তর দেন তিনি। দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
তারেক রহমান বলেন, অনেকে অনেক কিছু বলতে পারে। আজ সারাদিন কর্মশালায় এ বিষয়েই আলোচনা হয়েছে। আমাদের কমিটমেন্ট আছে, প্রতিজ্ঞা দৃঢ়। সীমাবদ্ধতা থাকতে পারে, একজন মানুষের একটি নিয়ত থাকতে পারে। কিন্তু বিভিন্ন কারণে সে শতভাগ সফল নাও হতে পারে। তবে আমাদের নিয়ত পরিষ্কার-আমরা যা বলেছি, তা-ই করব ইনশাআল্লাহ। বাংলাদেশের একটি প্রধান দল হিসেবে আমরা শুরু করবো, এরপর আমাদের পরবর্তী প্রজন্ম ও নেতাকর্মীরা তা এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু করলেই সেটা সংস্কার হয় না। সংস্কার চলমান। আমরা তা শুরু করব। নেতৃবৃন্দ জনগণের সমর্থন ও রায় নিয়ে এটি শুরু করবেন। কারণ একটি রাজনৈতিক দলের ওপর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নির্ভর করে, আস্থা রাখে। তাই আমরা কার্যক্রম চালাতে চাই ধারাবাহিকভাবে।
আমরা চাই দেশের সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। গণতন্ত্রে মতপার্থক্য স্বাভাবিক। তবে কোনোভাবেই যেন গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। যদি তা হয়, তবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, বলেন তারেক রহমান।
তিনি বলেন, গত ১৫ বছর ধরে জনগণের রাজনৈতিক অধিকার-এক কথায় ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে। এর ফলে বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, স্বাস্থ্যসেবা সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। সমাজে অনাচার, অবক্ষয় শুরু হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব পড়েছে। সুযোগ পেলে আমরা ইনশাআল্লাহ ৩১ দফা বাস্তবায়ন করবো।
তিনি আরো বলেন, বিগত ১৫ বছর ধরে আমরা যে সংগ্রাম চালিয়ে আসছি, যার জন্য বহু নেতা গুম-খুনের শিকার হয়েছেন, কেউ কেউ পঙ্গুত্ববরণ করেছেন-তাদের এ বলিদান কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।
জুলাই-আগস্টের আন্দোলনে আমরা দেখেছি, পৃথিবীর কোনো দেশে যুদ্ধ না থাকলে শিশু হত্যা হয় না। কিন্তু জুলাই-আগস্টের আন্দোলনে আমরা দেখেছি, সেই পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে আমাদের দেশে শতাধিক শিশু প্রাণ হারিয়েছে। তাই বলছি, ৩১ দফা বাস্তবায়ন করব এবং বিএনপি ও দলের প্রতিটি নেতাকর্মী আজ প্রতিজ্ঞাবদ্ধ- যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই হবে।
এ কর্মশালায় পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সহকারী সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, বিএনপির তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক কমিটির চেয়ারম্যান মাহমুদা হাবিবা, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ অনেকে।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            