সারাদেশ

উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস উদযাপিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর থেকে: ১৩ নভেম্বর, হাতিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে ভোরের আলো ফোটার আগেই কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর, দাগারকুটি, হাতিয়া বকসী, রামখানা ও নয়াডারা গ্রামের ৬৯৭ জন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে পাকিস্তানি বাহিনী।

পাক বাহিনীর অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ থেকে কোলের শিশুরাও রক্ষা পায়নি সেদিন। অনেক শিশুকে পাক সেনারা ধরে আছাড় মেরে অথবা আগুনে নিক্ষেপ করে জঘন্যতম বর্বরতার মাধ্যমে হত্যা করে।

এভাবেই হাতিয়া ইউনিয়নের বাগুয়া, অনন্তপুর, রামখানা, নয়াডারা ও দাগারকুটি গ্রামসহ পার্শ^বর্তী গ্রামের মানুষকে যাকে যেখানে পেয়েছে, সেখানেই গুলি চালিয়ে হত্যা করা হয়।
এই অপারেশন শুধু হাতিয়া ইউনিয়নেই সীমাবদ্ধ ছিল না, পার্শ^বর্তী বুড়াবুড়ি ইউনিয়নের কলাকাটা, জলঙ্গারকুটি, ফকির মোহাম্মদসহ আরও কয়েকটি গ্রামেও একযোগে হামলা চালানো হয়। সেদিন পাক সেনাদের গুলিতে মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া কিছু মানুষ আজও জীবিত আছেন। সেই দিনের ভয়াবহ ঘটনার কথা জিজ্ঞাসা করলে আজও তারা হাউমাউ করে কেঁদে ওঠেন।

হাতিয়া অপারেশনে পাক বাহিনীর গুলিতে এই পাঁচ গ্রামের প্রায় প্রতিটি পরিবারেরই কোনো না কোনো স্বজন নিহত হন। দেশের স্বাধীনতার জন্য এতো মানুষ প্রাণ দিয়েছেন। সেই সব শহীদের স্মৃতি ধরে রাখার জন্য ১৯৯৭ সালে তৎকালীন সংসদ সদস্য মোজাম্মেল হোসেন লালুর প্রচেষ্টায় প্রথম দাগারকুটিতে (যে স্থানে ৬৯৭ জন মানুষকে হত্যা করা হয়েছিল) একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।

পরে ব্রহ্মপুত্র নদের ভাঙনে সেই স্মৃতিস্তম্ভ নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে নতুন স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও দৃষ্টিনন্দনতার কারণে ২০১১ সালে সেটি স্থানান্তর করে বর্তমানে বাগুয়া-অনন্তপুর বাজারসংলগ্ন পশ্চিম পার্শ্বের মোড়ে স্থাপন করা হয়।
পাক বাহিনীর সেই নৃশংস হত্যাযজ্ঞে প্রাণ হারানো ৬৯৭ জন শহীদের আত্মা হয়তো আজও আহাজারি করছে ব্রহ্মপুত্র নদের উপকূলীয় এলাকার গ্রামগুলোর আকাশ-বাতাসে।
দিবসটিকে প্রতিবছর প্রশাসনিকভাবে বিভিন্ন আয়োজন করাসহ শ্রদ্ধার সাথে পালন করা হয় দিবসটি।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

পে স্কেল বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর...

কঠোর নিরাপত্তায় ঢাকা, মোড়ে মোড়ে তল্লাশি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্...

বিলুপ্তির দ্বারপ্রান্তে পাহাড়ের মাচাংঘর

রাঙামাটির রাজস্থলী পার্বত্যাঞ্চলে একসময় পাহাড়ি গ্রামগুলোতে চোখে পড়ত সারি সারি...

দ্বিতীয় বিয়ের খবর তিন মাস পর জানালেন রশিদ খান

অনেক দিন ধরেই আলোচনা চলছিল রশিদ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে। অবশেষে নিজের দ্বিতীয়...

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইবি শিক্ষার্থীদের প্রত্যাশা

বাংলাদেশে গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো ভোটাধিকার নিজেদের প্রতিনিধি নির্বাচনের...

সাবেক মেয়র আইভীর হাইকোর্টের জামিন চেম্বার আদালতে স্থগিত।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের পা...

উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস উদযাপিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর থেকে: ১৩ নভেম্বর, হাতিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালে...

অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতার সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ফরহাদ হোসেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে “উপজেলা প...

ফুলগাজীতে সিএনজি চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

ফেনীর ফুলগাজী উপজেলার গজারিয়া এলাকায় চোরাচালানবাহী পিকআপচাপায় এক সিএনজি চালক...

৪৯তম মৃত্যুবার্ষিকী: অনন্য তুমি মওলানা ভাসানী

এম. গোলাম মোস্তফা ভুইয়া : উপমহাদেশ তথা বাংলার কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা