ছবি: সংগৃহীত
সারাদেশ

গণভোট নিয়ে তালবাহানা করবেন না : এটিএম আজহারুল ইসলাম

রহিম আলী জাবেদ,ফেনী প্রতিনিধি

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “গণভোট নিয়ে তালবাহানা করবেন না।” তিনি বলেন, নির্বাচন ও গণভোট একসঙ্গে করার কোনো যুক্তি নেই। আগে গণভোট অনুষ্ঠিত হলে তাতে আপত্তির কিছু নেই।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, “নির্বাচন গণভোটের দিনে হবে— এ কথার কোনো ভিত্তি নেই। আপনি যদি গণভোটে রাজি থাকেন, তাহলে একই দিনে মানুষ দুটি ভোট দেবে কেন? আগে গণভোট হলে অসুবিধা কোথায়? এর মানে স্পষ্ট— ডালমে কুচ কালা হে।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এ মাসের মধ্যেই গণভোটের আয়োজন করুন। দেখা যাক, জনগণ কাদের পক্ষে রায় দেয়। আমরা গণতন্ত্রের কথা বলি। বিএনপি ছাড়া প্রায় সব দলই এ বিষয়ে একমত হয়েছে।”

জামায়াত নেতা আরও বলেন, “একটি দল ক্ষমতায় গেলে জুলাই সনদ ছুঁড়ে ফেলে দেবে। যারা নিজের দলের ভেতরে শৃঙ্খলা রাখতে পারে না, তারা দেশে শান্তি প্রতিষ্ঠা করবে কীভাবে? নির্বাচন না হলে দেশে আবার স্বৈরশাসন কায়েম হবে, দুর্নীতিবাজদের স্বর্গরাজ্য তৈরি হবে, সন্ত্রাস ও চাঁদাবাজিতে দেশ ভরে যাবে— আমরা তা হতে দিতে পারি না।”

শহীদদের স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, “শহীদদের স্বীকৃতি দিতে ‘জুলাই সনদ’ তৈরি হয়েছে। আমরা এতে সাক্ষর দিয়েছি। এখন এর আইনি স্বীকৃতি দিতে বাধা কোথায়? কিন্তু একটি দল এর বিরোধিতা করছে।”

আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে এটিএম আজহারুল ইসলাম বলেন, “এ নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের নয়, এটি সামগ্রিক পরিবর্তনের নির্বাচন। আমরা পেছনে ফিরতে চাই না। ২০২৪ সালের আন্দোলনে যে তরুণেরা জীবন দিয়েছেন, তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন— আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “যারা দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চান, তারা জামায়াতে ইসলামকে ভোট দিন। অতীতের সরকারগুলোর সময় আমরা যা দেখেছি, এবার জামায়াতে ইসলামকে সুযোগ দিয়ে দেখুন— তারা দেশ পরিচালনায় কী করতে পারে।”

পথসভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান। এ সময় আরও বক্তব্য রাখেন—ফেনী সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁঞা, ফেনী-১ আসনের প্রার্থী এডভোকেট এসএম কামাল উদ্দীন, ফেনী-৩ আসনের প্রার্থী ডা. ফখরুদ্দীন মানিক, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য একেএম শামছুদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহিম ও প্রচার সম্পাদক আনম আবদুর রহিম।

সভায় জেলা জামায়াত, ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্...

রাতভর টহলে ট্যুরিস্ট পুলিশ, নিরাপদ কক্সবাজারে স্বস্তিতে পর্যটকরা

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে আগত দেশি-বিদেশি পর্যটকদের...

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন হবে শহীদ জিয়ার সমাধিতে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগাম...

মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনী মাঠে পিতা ও পুত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গ...

মৌলভীবাজারে চারটি আসনে ৩১ জনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলার চারটি স...

আশ্রয়ন প্রকল্পে অভিযান, চারটি এয়ারগান উদ্ধার র‍্যাবের

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন কামদপুর আশ্রয়ন প্রকল্পের ঝোপে অভিযান চালিয়েছে...

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে আন্ত...

হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে’ গানেই মন দিতে চান: সালমা

ব্যক্তিগত জীবনের একটি অধ্যায় নীরবে শেষ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার...

ইবি’তে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও আওয়ামী লীগের শাস্তির দাবি

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র...

পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছ মানিক মিয়া অ্যাভিনিউতে

জাতীয় পতাকায় মোড়ানো গাড়িবহর ধীরে ধীরে এগিয়ে চলছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা