ছবি: সংগৃহীত
সারাদেশ

বাঘাইছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাঙামাটি প্রতিনিধি

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রাঙামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কাচালং ব্রিজ এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী মুক্তমঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি-২৯৯ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্ট, এডভোকেট সাইফুল ইসলাম পনির, আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী বাবর, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. শফিউল আজম এবং উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল সবুর। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী নবী। সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আবু বক্কর সিদ্দিক মামুন ও পৌর যুবদলের সদস্য সচিব মো. ওমর ফারুক।

বক্তারা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ থেকেই যুবদলের জন্ম, যা সবসময়ই দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে কাজ করে আসছে।”

তারা আরও বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবদলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হবে। জনগণের আস্থা অর্জনই এখন আমাদের প্রধান লক্ষ্য। সকল মতপার্থক্য ভুলে ঐক্যের ভিত্তিতে মাঠে কাজ করতে হবে।”

বক্তারা জানান, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মোড়। তাই যুব সমাজকে সংগঠিত করে গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

আলোচনা শেষে যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্...

রাতভর টহলে ট্যুরিস্ট পুলিশ, নিরাপদ কক্সবাজারে স্বস্তিতে পর্যটকরা

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে আগত দেশি-বিদেশি পর্যটকদের...

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন হবে শহীদ জিয়ার সমাধিতে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগাম...

মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনী মাঠে পিতা ও পুত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গ...

মৌলভীবাজারে চারটি আসনে ৩১ জনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলার চারটি স...

আশ্রয়ন প্রকল্পে অভিযান, চারটি এয়ারগান উদ্ধার র‍্যাবের

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন কামদপুর আশ্রয়ন প্রকল্পের ঝোপে অভিযান চালিয়েছে...

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে আন্ত...

হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে’ গানেই মন দিতে চান: সালমা

ব্যক্তিগত জীবনের একটি অধ্যায় নীরবে শেষ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার...

ইবি’তে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও আওয়ামী লীগের শাস্তির দাবি

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র...

পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছ মানিক মিয়া অ্যাভিনিউতে

জাতীয় পতাকায় মোড়ানো গাড়িবহর ধীরে ধীরে এগিয়ে চলছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা