ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজস্থলীতে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

উচ্চপ্রু মারমা, রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলী উপজেলায় সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। সকাল থেকেই বাঙ্গালহালিয়া মোড়, সড়কচত্বর ও আশপাশ এলাকায় তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা রোধে ভোর থেকেই বিএনপির নেতাকর্মীরা মাঠে অবস্থান নেন। এ সময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিভিন্ন স্লোগান দেন এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থানে থাকেন।

অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ ও সাধারণ সম্পাদক মংঞোই মারমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাশেম, সহসভাপতি চথোয়াইপ্রু মারমা, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, শ্রমিকদলের সভাপতি মো. হামিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব চৌধুরী, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দেসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বাঙ্গালহালিয়া ইউনিয়নে সকাল ৭টার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে অবস্থান কর্মসূচি শুরু হয়। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিয়ে এলাকায় স্থিতিশীলতা বজায় রাখা ও যেকোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখেন।

উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি। আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা হলে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে থেকে তা প্রতিহত করবে।”

একই সঙ্গে সাধারণ সম্পাদক মংঞোই মারমা বলেন, “আমাদের এই অবস্থান কর্মসূচির মূল লক্ষ্য হলো এলাকায় শান্তি বজায় রাখা ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করা।”

স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির কারণে রাজস্থলীতে সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক ও নিয়ন্ত্রণে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্...

রাতভর টহলে ট্যুরিস্ট পুলিশ, নিরাপদ কক্সবাজারে স্বস্তিতে পর্যটকরা

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে আগত দেশি-বিদেশি পর্যটকদের...

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন হবে শহীদ জিয়ার সমাধিতে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগাম...

মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনী মাঠে পিতা ও পুত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গ...

মৌলভীবাজারে চারটি আসনে ৩১ জনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলার চারটি স...

আশ্রয়ন প্রকল্পে অভিযান, চারটি এয়ারগান উদ্ধার র‍্যাবের

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন কামদপুর আশ্রয়ন প্রকল্পের ঝোপে অভিযান চালিয়েছে...

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে আন্ত...

হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে’ গানেই মন দিতে চান: সালমা

ব্যক্তিগত জীবনের একটি অধ্যায় নীরবে শেষ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার...

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আওয়ামী লীগের শাস্তির দাবি ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র...

পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছ মানিক মিয়া অ্যাভিনিউতে

জাতীয় পতাকায় মোড়ানো গাড়িবহর ধীরে ধীরে এগিয়ে চলছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা