ছবি: সংগৃহীত
বিনোদন

মাইকেল জ্যাকসন' বায়োপিকের টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক

সংগীতের ইতিহাসে নতুন অধ্যায় উন্মোচন করল ‘মাইকেল’—পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক বহুল আলোচিত বায়োপিকের প্রথম ট্রেলার প্রকাশ পেয়েছে। বাস্তব জীবনে জ্যাকসনের ভাতিজা জাফার জ্যাকসন চলচ্চিত্রটিতে কিংবদন্তি এই সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করছেন।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হলিউডের খ্যাতনামা পরিচালক আন্তোয়ান ফুকা, যিনি Training Day, The Equalizer ও Olympus Has Fallen–এর মতো অ্যাকশনধর্মী সিনেমার জন্য পরিচিত। চিত্রনাট্য লিখেছেন অস্কার–মনোনীত লেখক জন লোগান (Gladiator, The Aviator, Hugo)।

ফিল্মটির শুটিং সম্পন্ন হয় ২০২৪ সালের মে মাসে। প্রথমে এটি ২০২৫ সালের এপ্রিল মাসে মুক্তির কথা থাকলেও, পরবর্তীতে অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। পরে পুনরায় কিছু দৃশ্য ধারণের প্রয়োজন হলে মুক্তির তারিখ আরও পিছিয়ে ২০২৬ সালের এপ্রিলে নির্ধারণ করা হয়। এর মধ্যেই গুঞ্জন ওঠে, ছবিটি দুই ভাগে ভাগ করে মুক্তি পাবে। তবে সদ্য প্রকাশিত ট্রেলার ইঙ্গিত দিচ্ছে, এটি একটি পূর্ণাঙ্গ সিনেমা হিসেবেই মুক্তি পাবে।

জাফার জ্যাকসনের পাশাপাশি চলচ্চিত্রটিতে জো জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন অস্কার–মনোনীত অভিনেতা কোলম্যান ডমিংগো। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মাইলস টেলার, নিয়া লং ও লরা হ্যারিয়ার।

প্রযোজক গ্রাহাম কিং বলেন, “মাইকেলের জীবন ছিল জটিল। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি তাঁকে মানবিকভাবে তুলে ধরতে চাই, তবে বাস্তবতা আড়াল করতে নয়। দর্শক নিজেরাই সিদ্ধান্ত নেবে তাঁকে কীভাবে দেখবে।”

তবে ছবিটি নিয়ে বিতর্ক থামেনি। ২০১৯ সালে ড্যান রিডের ডকুসিরিজ Leaving Neverland–এ মাইকেলের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগ নতুন করে সামনে আসে। রিড দাবি করেন, মাইকেল চলচ্চিত্রের প্রাথমিক চিত্রনাট্যে অভিযোগকারীদের বিশ্বাসযোগ্যতা খাটো করা হয়েছে। তাঁর ভাষায়, “চিত্রনাট্যটি অবিশ্বাস্যভাবে ভণ্ডামিপূর্ণ।”

রিড বলেন, “চলচ্চিত্রে জ্যাকসনকে শুধু শিশু ক্যানসার রোগীদের যত্ন নিতে বা হুইলচেয়ারে বসা মেয়ের সঙ্গে নাচতে বা একাধিক ছোট ছেলেকে (মূলত ভাতিজাদের) ঘুম পাড়াতে দেখা যায়।”

অন্যদিকে, কোলম্যান ডমিংগো এ বছর ভেনিসে এক অনুষ্ঠানে জানান, জ্যাকসনের পরিবার এই চলচ্চিত্রকে সমর্থন করছে। তিনি বলেন, “প্যারিস ও প্রিন্স—দুজনই আমাদের সিনেমার পক্ষে।”

তবে মাইকেলের কন্যা প্যারিস জ্যাকসন ইনস্টাগ্রামে ডমিংগোর এই মন্তব্য অস্বীকার করেন। তিনি লেখেন, “আমি এই সিনেমায় কোনোভাবেই যুক্ত নই। প্রথম দিকের চিত্রনাট্য পড়ে কিছু মন্তব্য করেছিলাম, কিন্তু সেগুলো গুরুত্ব না দেওয়ায় এরপর আর কিছু বলিনি। এই সিনেমা আমার বিষয় নয়।”

তিনি আরও যোগ করেন, “এই সিনেমা আমার বাবার এক বিশেষ ভক্তগোষ্ঠীকে খুশি করার মতো করে বানানো হয়েছে, যারা এখনো তাঁর এক রূপকথার জগতে বাস করে।”

প্রায় ১৫৫ মিলিয়ন ডলারের বাজেটে তৈরি এই বায়োপিকটি মুক্তি পাবে ২০২৬ সালের এপ্রিলে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ব্রুস স্প্রিংস্টিনের বায়োপিক বক্স অফিসে হতাশাজনক ফলাফলের পর (মাত্র ৩১ মিলিয়ন ডলার আয়), ‘মাইকেল’ নিয়ে নির্মাতারা নতুন করে আশাবাদী।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ...

বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন সামরিক ঘাঁটি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলায় উদ্বে...

গোয়েন্দা প্রতিবেদন: জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, আসতে পা...

ভোটার এলাকা পরিবর্তন করবেন যেভাবে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ভোটাররা তাদের ভোটার এলাকা পরিবর্...

১৬ মাস পর সফরে গেলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। ৫...

সাম্য হত্যায় রহস্যজনক যে তথ্য উঠে এলো চার্জশিটে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে সাত মাদক কারবা...

আবারো ৩ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় আবারও আন্দোলনে নেমেছে সরকারি প...

টঙ্গীতে তুলার গুদামে আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুন লেগেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউ...

মাইকেল জ্যাকসন' বায়োপিকের টিজার প্রকাশ

সংগীতের ইতিহাসে নতুন অধ্যায় উন্মোচন করল ‘মাইকেল’—পপ সম্রাট...

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক

তুরস্ক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা