রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টর এলাকায় পারিবারিক কলহের জেরে সান্তানা ইসলাম (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮ টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সান্তানার স্ত্রী ফারিয়া ফাইজা আমিন বলেন, আমি একটি বেসরকারি বিমান কোম্পানিতে কেবিন ক্রু হিসেবে চাকরি করি। পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছি। গত বছরের মার্চ মাসে ভালোবেসে আমরা বিয়ে করি। গত কয়েকদিন যাবত সে আমাকে সন্দেহ করছিল এবং তার সঙ্গে এ বিষয়গুলো নিয়ে ঝগড়া হয়। আজ তাকে ফোন দিয়ে বলেছি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। এরপর থেকে সে আর আমার ফোন ধরে না। পরে বিষয়টি তার ভাইদের জানাই এবং আমি নিজেও আসি। পরে বাসায় ঢুকে দেখি সে আত্মহত্যা করেছে। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসক জানান আমার স্বামী আর বেঁচে নেই।
তিনি বলেন, সে আমাকে শুধু সন্দেহ করত। এ নিয়ে বেশ কিছুদিন যাবত আমাদের সঙ্গে ঝগড়া হচ্ছিল। আমি এখন কি করব।
ফারিয়া ফাইজা আমিন জানিয়েছেন, তার সঙ্গে পারিবারিক কলহের জেরে সান্তানা আত্মহত্যা করেছে।
উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন আমরা এই বিষয়ে অবগত নই এবং এখনো পর্যন্ত কেউ ফোন করে আমাদের বিষয়টি অবগত করেননি।
আমার বাঙলা/ ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            