আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের ভয়াবহ হামলায় আরও ১২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণ খান ইউনিসে ইসরাইলের হামলায় নতুন করে আরও ১২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের নিয়ে গত ৯ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ১৪৫ জনে। আহত হয়েছেন ৯০ হাজার ২৫৭ জন।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে প্রবেশ করে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। হামাসের ওই হামলায় নিহত হয় ১২০০ মতো ইসরাইলি। ওইদিন দুই শতাধিক ইসরাইলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা।
ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু দখলদার দেশ ইসরাইল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা।
আমার বাংলা/এমআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            