সংগৃহীত
বাণিজ্য

দুই প্রকল্পে ৮৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মধ্যে দুটি অর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এইচ. মার্টিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এদিন বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিটিএমআইডিপি) বাস্তবায়নে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প (এসএসপিআইআরআইটি) বাস্তবায়নে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়।

প্রকল্প দুটি যথাক্রমে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর ও অর্থ বিভাগ বাস্তবায়ন করবে।

বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি মাস থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত এবং এসএসপিআইআরআইটি প্রকল্পের বাস্তবায়নকাল এ বছরের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।

ঋণ স্বাক্ষর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের (এসএআর) ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারসহ বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণে গত ২০ এপ্রিল একনেক সভায় ১৩ হাজার ৫২৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিটিএমআইডিপি) অনুমোদন হয়।

ওই দিন সভায় সুরক্ষা জোরদার প্রকল্পও (এসএসপিআইআরআইটি) অনুমোদন পায়। মোট অনুমোদন দেওয়া হয় ১৬টি প্রকল্প। যার মোট ব্যয় ধরা হয় ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা।

এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার এক কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন চার হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয় হবে।

অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে ১৩টি নতুন এবং তিনটি সংশোধিত প্রকল্প রয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

করাইল বস্তিতে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে আদনান সাহিল

করাইল বস্তির সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে খাদ্যসহ...

বালুভর্তি ট্রাকের রাজত্বে ধুলায় অতিষ্ঠ কমলগঞ্জবাসী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার–ভৈরবগঞ্জ–মিরতিংগা চাবাগা...

দেশি–বিদেশি ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে কমলগঞ্জে ম্যারাথন

মৌলভীবাজারের কমলগঞ্জে দেশি–বিদেশি ৭৫০ দৌড়বিদ নিয়ে অনুষ্ঠিত হলো ‘ছ...

ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

দুই ম্যাচে দুটি শিরোপার লড়াই- তার প্রথমটি ইতোমধ্যে জিতে নিয়েছে লিওনেল মেসির ই...

পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধন ৯২ হাজার ছাড়াল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্...

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সম্পাদক মাইনুল হাসান

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের (রিপোর্টার) সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (...

চট্টগ্রামে স্মার্ট নগরায়ণ: ৪১ ওয়ার্ডে এআই সিসিটিভি ও স্মার্ট লাইটে নিরাপত্তা ও আধুনিকায়ন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরকে একটি আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর স...

নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ ও দত্তেরহাট শাখা থেকে ১০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আ...

সড়ক সংস্কারের দাবিতে ইবি বৈষম্যবিরোধী’র কুষ্টিয়া–ঝিনাইদহ সড়ক অবরোধ

কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প...

কাপ্তাইয়ে কমিউনিটি হেলথ প্রোগ্রামের ইনসেপশন সভা

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল ও হিল ফ্লাওয়ার-এর যৌথ উদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা