কিশোরগঞ্জ প্রতিনিধি
বাণিজ্য

হিমাগারে বিএডিসির আলুবীজের জায়গা মিলে নাই; বিপাকে কৃষক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির আলুবীজ হিমাগারে জায়গা না পেয়ে হতাশায় ভুগছেন কৃষক। সংরক্ষণের অভাবে খোলা আকাশের নিচে শেড তৈরি করে সেখানে সংরক্ষণ করছেন বীজ আলু। যা কিছু দিনের মধ্যে পচন ধরবেন বা খাওয়ার আলু হিসেবে বিক্রির অপেক্ষায় কৃষকের বাড়িতে পড়ে আছে। এবারের আবহাওয়া ভালো হওয়ায় বাম্পার ফলনেও লোকসান গুণতে হচ্ছে কৃষককে।

উৎপাদন মৌসুমে প্রতি মণ আলু ৭৫০ থেকে ৮০০ টাকা থাকলেও এখন বাজার মূল্য কমে ৫৫০ টাকা থেকে ৬০০ টাকায় নেমে আসায় কৃষকদের আলু চাষে লোকসান গুণতে হচ্ছে। এ এলাকায় সাধারণত উচ্চ ফলনশীল জাতের ডায়মন্ড ও এস্টারিক আলু চাষ করা হয়। যা হিমাগারে সময়মত সংরক্ষণ না করলে কয়েক দিন পরেই পঁচন ধরে যায়। ফেব্রয়ারি মাসের শেষের দিকে এ আলু জমি থেকে তোলা হলেও অধিকাংশ আলুই অবিক্রিত রয়ে গেছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর আওতাধীন বিএডিসি আলু বীজ অফিস সূত্রে জানা যায়; এ বছর ২৪৮ একর জমিতে আলু চাষ করা হয়। এর মধ্যে হোসেনপুর আড়াইবাড়িয়া ইউনিয়নের চর জামাইল ব্লকেই বিএডিসির শতাধিক কৃষক ৭০ একর জমিতে আলু চাষ করেছেন। হোসেনপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর এ উপজেলাতেই প্রায় এক হাজার ১২ একর জমিতে প্রায় ১০ হাজার ২৫০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) চর জামাইল এলাকার সরেজমিনে গিয়ে কথা হয়; ওই এলাকার কৃষক মজিবুর রহমানের সাথে। তিনি এ এলাকার সবচেয়ে বড় কৃষক। বাড়িতে গিয়ে দেখা যায়; বাড়ির আঙ্গিনায় আলুর বিশাল স্তুপ। তিনি এ সময় বলেন, ২৪ একর জমিতে আলু চাষ করে ২৬ লাখ টাকা খরচা করেছেন। এর মধ্যে বিএডিসির ১৩ লাখ টাকার লোন(ঋণ) রয়েছে; বাকী অর্ধেক টাকা তিনি নিজে বিনিয়োগ করেছেন। উৎপাদিত আলুর বীজের গুণগত মান ভালো থাকা সত্বেও হিমাগারে ১৫০ বস্তা আলু সংরক্ষণের জন্য ১৪ হাজার টাকা গাড়ি ভাড়া করে পাকুন্দিয়া এগারোসিন্দুর কোল্ডস্টোরেজে প্রেরণ করেন। সেখানে আলু রাখার জায়গা না পাওয়ায়; তা ফেরত পাঠায়। বিএডিসির অধীনে আলু চাষ করে থাকলেও চুক্তি অনুযায়ী কৃষকের কাছ থেকে বীজ আলু না নিয়ে দুই থেকে তিন হাজার পাইকার ও মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে বস্তা প্রতি ৩০০ টাকা অগ্রিম জামানত নিয়ে আগেই হিমাগার ব্লক করে ফেলেন বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ রকম অভিযোগে ইতিপূর্বে পাকুন্দিয়া এগারোসিন্দুর কোল্ড স্টোরেজের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিউজ হলেও উর্দ্বতন কর্তৃপক্ষের কোন টনক নড়ে না। জানা যায় পাইকাররা মুন্সিগঞ্জ, রংপুর, বগুরাসহ বিভিন্ন এলাকার আলু কিনে এ এলাকার কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেন। যে কারণে স্থানীয় কৃষকরা কোন আলু রাখতে পারেননি সেখানে। তাদের উৎপাদিত আলুগুলো বাড়ির আঙিনায় টিনের ছেলা ও তীরপাল টাঙ্গিয়ে বীজ আলু খাওয়ার আলু হিসেবে বিক্রির আশায় অপেক্ষা রয়েছেন।

চর জামাইল এলাকার আলু চাষি ফখরুল ইসলাম, আব্দুল আউয়াল, আবুল হাসেন, আনারুল ইসলাম, আবুল বাশার, মো.রাজিব মিয়া, কামাল মিয়া, আব্দুল হামিদ, মশিউর রহমান,মো.মজিবুর রহমান, সৃজন মিয়ার মত শতাধিক কৃষকদের উৎপাদিত প্রায় কয়েকশ মন আলু লাভের আশায় এখন খোলা আকাশের নিচে স্তুপ করে রেখেছেন।

এ অঞ্চলের কৃষকদের দাবী জেলার প্রায় অর্ধেক আলু আমাদের ব্রহ্মপুত্র নদের অববাহিকায় উৎপাদন হলেও আলু সংরক্ষণে নির্দিষ্ট কোন হিমাগার না থাকায় প্রতিবছরই লোকসান গুণতে হয়। যে জন্য তারা সরকারের কাছে জোর দাবী রাখেন; হোসেনপুরে সরকারি ভাবে যেন একটি হিমাগার স্থাপন করা হয়।

হোসেনপুর কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার ফেরদৌস আলম বলেন, সরকারি হিমাগারে এ বছর কৃষকরা কোন আলু রাখতে না পারায় কৃষকদের আলু কিছু দিনের মধ্যেই পচন ধরবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম শাহজাহান কবির বলেন, এ এলাকার জন্য অন্ততপক্ষে পাঁচ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ ধারণ ক্ষমতার একটি হিমাগার প্রয়োজন।

বিএডিসি আলু উপ-পরিচালক পাকুন্দিয়া হিমাগারের উপ-পরিচালক মো.হারুন অর রশিদ হিমাগারে আলু সংরক্ষণে ব্যবসায়ী ও মধ্যস্বত: ভুগীদের আলু সংরক্ষণের বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা সব সময়ই আমাদের তালিকাভুক্ত চাষীদের কাছ থেকেই আলু সংরক্ষণ করে থাকি।

কৃষকদের আলু হিমাগারে দিতে না পারার বিষয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, এ বিষযে যদি কেহ লিখিত অভিযোগ দায়ের করেন তখন তদন্ত সাপেক্ষে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপির ২৩৭ আসনে মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছ...

এফডিআইয়ে রেকর্ড ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি

বাংলাদেশে গণ-অভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই)...

মৌলভীবাজারে ধানের শীষের কান্ডারি হলেন যারা 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদ...

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজন যুবককে আটক করা...

জোটেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে,অধ্যাদেশ জারি

নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—এমন বিধান রেখেই গণপ...

খালেদা জিয়ার খালাসের রায় প্রকাশ 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়...

বিচারবহির্ভূত হত্যায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্নের মুখে

অন্তর্বর্তী সরকারের ১৪ মাসের দায়িত্বকালে বাংলাদেশে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার...

আওয়ামীলীগের উপর নির্বাচন চাপিয়ে দিলে তাদের উপর জুলুম হবে: জামায়াতের আমীর

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামীলীগের উপর নির্বাচন চাপিয়...

চট্টগ্রামের শুটকি পল্লী: কর্ণফুলী তীরে জীবিকার গল্প

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে বাস্তহারা এলাকার বিস্তীর্ণ মাঠজুড়ে প্রতিদিন সক...

জায়েদ খান দেশের সব মেয়ের ফেভারিট

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া স্টাইলিশ লুক ও সাবলীল অভিনয় তাকে এনে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা