সংগৃহীত
বাণিজ্য

রাজস্ব আদায়ে নয় মাসে ৬৫ হাজার কোটি টাকা ঘাটতি

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টের ক্ষমতার পালাবদলের ডামাডোল সামলে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি এসেছে; কিন্তু ঘাটতির লাগাম টানতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অর্থনীতিতে গতি ফেরানোর নানা পদক্ষেপের পরও চলতি ২০২৪-২৫ অর্থবছরের মার্চ পর্যন্ত নয় মাসে রাজস্ব ঘাটতি ছাড়িয়ে গেছে ৬৫ হাজার কোটি টাকা।

ফেব্রুয়ারি শেষে এ ঘাটতি ছিল ৫৮ হাজার কোটি টাকা। সে হিসাবে, এক মাসে ঘাটতি বেড়েছে প্রায় সাত হাজার কোটি টাকা।

সংশোধিত লক্ষ্যমাত্রার নিরিখে রাজস্ব আদায় পিছিয়ে আছে ২০ দশমিক ৩৮ শতাংশ।

লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে থাকলেও আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আহরণ বেড়েছে পৌনে তিন শতাংশ।

সোমবার (২১ এপ্রিল) প্রকাশিত এনবিআরের হালনাগাদ পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল তিন লাখ ২২ হাজার ১৫২ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে দুই লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি টাকা। সে হিসাবে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৬৫ হাজার ৬৬৬ কোটি টাকা।

পুরো অর্থবছরের জন্য এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল চার লাখ ৮০ হাজার কোটি টাকা। অর্থবছরের মাঝপথে এসে লক্ষ্যমাত্রা কমিয়ে চার লাখ ৬৩ হাজার ৫০০ কোটি করা হয়।

গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয় দুই লাখ ৪৯ হাজার ৫৯২ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় ছয় হাজার ৮৯৪ কোটি টাকা (দুই দশমিক ৭৬ শতাংশ) বেশি আদায় হয়েছে।

রাজস্বের ঘাটতি কাটাতে গত জানুয়ারিতে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বাড়ায় অন্তর্বর্তী সরকার। পরে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের দাবির মুখে বহু পণ্যের ক্ষেত্রে সিদ্ধান্ত বদলায় এনবিআর।

২০২৪ সালের জুনে বাজেট ঘোষণার পর মূল্যস্ফীতি, ডলার সংকট, রিজার্ভের পতনসহ অর্থনীতিতে নানা সংকট শুরু হয়। বাজেট পাসের দুই সপ্তাহের মধ্যে শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

আন্দোলনের ধাক্কা ও সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার প্রেক্ষাপটে আমদানি, রপ্তানি ও উৎপাদনসহ অর্থনীতির সব সূচক ধীর হয়ে আসে। এমন পরিস্থিতিতে রাজস্ব আহরণ কমার ধারাও অব্যাহত থাকে।

তবে ডিসেম্বরে এসে একক মাসের হিসাবে প্রবৃদ্ধির ধারায় ফেরে রাজস্ব আহরণ। পরের মাস জানুয়ারিতেও তা বজায় ছিল। তবে ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধি ধরে রাখলেও এ হার ধীর হয়ে পড়ে। আগের অর্থবছরের একই মাসের চেয়ে বাড়ে দশমিক ৯০ শতাংশ।

একক মাস হিসেবে মার্চে ‘মোটামুটি’ প্রবৃদ্ধি আসে রাজস্ব আদায়ে। এ মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আদায় বেড়েছে নয় দশমিক ৬৪ শতাংশ।

এনবিআরের সবশেষ তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই-মার্চে আমদানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে ৭৪ হাজার ২৫৫ কোটি টাকা; যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭৩ হাজার ৯৭৭ কোটি টাকা। সে হিসাবে আহরণ বেড়েছে দশমিক ৩৮ শতাংশ কম।

স্থানীয় পর্যায়ে মূসক ও আবগারি শুল্ক খাতে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায় হয়েছে ৯৫ হাজার ৩১১ কোটি টাকা; যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৯৩ হাজার ৩৬১ কোটি টাকা। রাজস্ব আদায় বেড়েছে দুই দশমিক ০৯ শতাংশ।

অপরদিকে আয়কর ও ভ্রমণ খাতে নয় মাসে আদায় হয়েছে ৮৬ হাজার ৯২০ কোটি টাকা; যা আগের অর্থবছরে একই সময়ে ছিল ৮২ হাজার ২৫৩ কোটি টাকা। এ খাতে আদায় বেড়েছে পাঁচ দশমিক ৬৭ শতাংশ।

চলতি অর্থবছরের জানুয়ারিতে গত বছরের এ সময়ের তুলনায় ছয় দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে; ডিসেম্বরে যা ছিল ছয় দশমিক ৬৮ শতাংশ।

ফেব্রুয়ারিতে রাজস্ব আহরণ আগের দুই মাসের চেয়ে ধাক্কা খেয়ে বাড়ে প্রায় পৌনে দুই শতাংশ।

সরকার পতনের পর পুলিশের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটির সদস্যরা নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় ব্যবসার পরিবেশ ছিল নাজুক।

ব্যবসায়ীরা শুল্কায়ন করেও মাল খালাস ও গুদামে বা উৎপাদনস্থলে আনার সাহস করছিলেন না। এর প্রতিফলন দেখা গেছে অগাস্ট মাসের রাজস্ব আদায়ে। এ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৩০ শতাংশ রাজস্ব আদায় কম হয়েছে।

রাজস্ব আদায়ে এর পরে সবচেয়ে খারাপ সময় গেছে নভেম্বরে। এ সময়ে দেশের অর্থনীতিতে বড় ধরনের শঙ্কা না দেখা গেলেও রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি ছিল আট দশমিক ৯৫ শতাংশ।

এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, রোজার ঈদের ছুটিতে একটা বড় সময় চলে গেছে। তখন রাজস্ব আদায় বন্ধ ছিল। এ ছাড়া বিপিসির দেওয়া পাঁচ হাজার কোটি টাকাও মার্চের হিসাবে আসেনি। কারখানা স্থানান্তর জটিলতার কারণে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো থেকেও দেড় হাজার কোটি টাকা কম আয় হয়েছে। এপ্রিলে এই সাড়ে ছয় হাজার কোটি টাকাসহ মোট আহরণ বাড়বে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারী উচ্চশিক্ষা সংকোচনে ইডেন কলেজের উদ্বেগ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' প্রতিষ্ঠা...

ডাকাতি–সন্ত্রাসের প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রত...

ইবিতে গাজীপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে তিন দিন ধরে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ই...

অনলাইনে অনৈতিক বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক

অনলাইন জুয়া, পর্নোগ্রাফি ও অনৈতিক বিজ্ঞাপন প্রচার প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়...

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে আগুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। তবে ফ...

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য...

নারী উচ্চশিক্ষা সংকোচনে ইডেন কলেজের উদ্বেগ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' প্রতিষ্ঠা...

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে আগুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। তবে ফ...

জুলাই যোদ্ধাদের কাছে সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের

জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে- বিএ...

অনলাইনে অনৈতিক বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক

অনলাইন জুয়া, পর্নোগ্রাফি ও অনৈতিক বিজ্ঞাপন প্রচার প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা