খেলা

ফিট থাকলে লিটনই অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর ওপরই আস্থা রেখেছে বিসিবি। মেয়াদ উল্লেখ করা না হলেও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে রাখা হতে পারে তাঁকে। বাকি রয়েছে টি২০ দলের অধিনায়ক নির্বাচন; সেটাও মোটামুটি ঠিক হয়ে আছে। আরব আমিরের বিপক্ষে টি২০ সিরিজ খেলার জন্য ফিট হলে লিটন কুমার দাসকে অধিনায়ক করা হতে পারে। ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেতে পারেন তিনি। বোর্ডের মেডিকেল বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন লিটন।

গত বছর জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তিন সংস্করণের অধিনায়ক ছিলেন শান্ত। টি২০ ক্রিকেটে ভালো করতে না পারায় নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। টি২০ দলের নেতৃত্ব অন্য কাউকে দিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে অনুরোধ জানান তিনি। সে অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দেন লিটন। তাঁর নেতৃত্ব প্রশংসিত হলেও রান করতে না পারা অনিশ্চয়তা বাড়িয়েছে। টি২০ আর ওয়ানডে সংস্করণে ছন্দে না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়নি তাঁকে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর বিপিএলে ভালো খেলেও জাতীয় দলে ফিরতে পারেননি তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট সিরিজ থেকে ছুটি পেয়েছিলেন তিনি। কিন্তু করাচির নেট সেশনে বলের আঘাতে আঙুলের চিড় নিয়ে দেশে ফেরেন তিন সপ্তাহ আগে।

লিটনের ইনজুরি আপডেট নিয়ে গতকাল বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন বলেন, 'আজ যে এক্স-রে করা হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। তিন সপ্তাহ হয়ে যাওয়ায় এখন সে ব্যাটিং করতে পারবে। কাল (আজ) থেকে পুনর্বাসন শুরু করবে। আশা করি, আরব আমিরাত সিরিজ থেকেই খেলতে পারবে।'

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম গত শনিবার লিটনের আপডেট নিয়েছেন বলে জানা গেছে। এক সূত্র জানায়, গত শনিবার রাতেই অধিনায়ক ইস্যুতে সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ফোনে কথা বলার কথা নাজমুল আবেদীনের। ইতিবাচক কথা হয়ে থাকলে আজ অধিনায়ক চূড়ান্ত করা হয়ে যেতে পারে। অধিনায়ক নির্বাচনে জাতীয় দল নির্বাচক প্যানেল থেকেও চাপ আছে। কারণ দল চূড়ান্ত করার আগে অধিনায়কের মতামত নিতে চান তারা। যাতে করে দোষারোপের সংস্কৃতি পড়তে না হয় গাজী আশরাফ হোসেন লিপুদের। কোনো কারণে লিটন দলে না থাকলে মেহেদী হাসান মিরাজ বা তাওহীদ হৃদয়কে অধিনায়ক করা হবে। অধিনায়ক যিনিই হন না কেন, আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ১৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

পেসার তাসকিন আহমেদ খেলতে পারলে পেস বিভাগে বাকি তিনজন হবেন মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজের সঙ্গে শেখ মেহেদী, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনকে নেওয়া হতে পারে। তাওহীদ হৃদয় দলে ফেরায় বাদ পড়বেন আফিফ হোসেন। তবে সমস্যা দেখা দেবে শান্তকে নিয়ে। তাঁকে নেওয়া হলে ১৬ জনের স্কোয়াডও হতে পারে।

সম্ভাব্য টি২০ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিম হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় বয়স্ক নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হাত–পা বাঁধা অবস্থায় খাইরুন নেছা (৬০) নামের...

অবশেষে সুফিয়ানই চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী

চট্টগ্রাম-৯ আসনে আবু সুফিয়ানকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কে...

কুষ্টিয়ায় সীমান্তের বসবাসরত নাগরিকদের সাথে বিজিবির মতবিনিময়

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছে বর্ডার গার্ড...

বিটরুটের ১০ উপকারিতা

বিটরুটকে বলা হয় সুপারফুড। এতে আছে প্রচুর উপকারী পুষ্টি উপাদান। হৃৎপিণ্ড সুস্থ...

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক...

'দ্রুত নির্বাচন দেশের জন্য কল্যাণ বয়ে আনবে'

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন যত দ্রুত সম্পন্ন হব...

বেগম খালেদা জিয়া ঐক্য, সার্বভৌম, গণতন্ত্র, মুক্তি ও আস্থার প্রতীক: ইসরাফিল

চট্টগ্রাম-১১ আসনের হাজারো নেতাকর্মী একত্রিত হয়ে বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগ...

খালেদা জিয়ার আপসহীনতা দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ উদাহরণ: দীপ্তি

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, মা...

চট্টগ্রামে বিয়ের সামাজিক বৈঠকে তর্ক থেকে হত্যাকাণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক—স্থানীয়ভাবে পর...

বৈষম্য দূর হবে ভেবেছিলাম, কিন্তু ২৪-এর পরও চাঁদাবাজি বন্ধ হয়নি: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা