খেলা

ফিট থাকলে লিটনই অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর ওপরই আস্থা রেখেছে বিসিবি। মেয়াদ উল্লেখ করা না হলেও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে রাখা হতে পারে তাঁকে। বাকি রয়েছে টি২০ দলের অধিনায়ক নির্বাচন; সেটাও মোটামুটি ঠিক হয়ে আছে। আরব আমিরের বিপক্ষে টি২০ সিরিজ খেলার জন্য ফিট হলে লিটন কুমার দাসকে অধিনায়ক করা হতে পারে। ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেতে পারেন তিনি। বোর্ডের মেডিকেল বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন লিটন।

গত বছর জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তিন সংস্করণের অধিনায়ক ছিলেন শান্ত। টি২০ ক্রিকেটে ভালো করতে না পারায় নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। টি২০ দলের নেতৃত্ব অন্য কাউকে দিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে অনুরোধ জানান তিনি। সে অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দেন লিটন। তাঁর নেতৃত্ব প্রশংসিত হলেও রান করতে না পারা অনিশ্চয়তা বাড়িয়েছে। টি২০ আর ওয়ানডে সংস্করণে ছন্দে না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়নি তাঁকে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর বিপিএলে ভালো খেলেও জাতীয় দলে ফিরতে পারেননি তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট সিরিজ থেকে ছুটি পেয়েছিলেন তিনি। কিন্তু করাচির নেট সেশনে বলের আঘাতে আঙুলের চিড় নিয়ে দেশে ফেরেন তিন সপ্তাহ আগে।

লিটনের ইনজুরি আপডেট নিয়ে গতকাল বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন বলেন, 'আজ যে এক্স-রে করা হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। তিন সপ্তাহ হয়ে যাওয়ায় এখন সে ব্যাটিং করতে পারবে। কাল (আজ) থেকে পুনর্বাসন শুরু করবে। আশা করি, আরব আমিরাত সিরিজ থেকেই খেলতে পারবে।'

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম গত শনিবার লিটনের আপডেট নিয়েছেন বলে জানা গেছে। এক সূত্র জানায়, গত শনিবার রাতেই অধিনায়ক ইস্যুতে সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ফোনে কথা বলার কথা নাজমুল আবেদীনের। ইতিবাচক কথা হয়ে থাকলে আজ অধিনায়ক চূড়ান্ত করা হয়ে যেতে পারে। অধিনায়ক নির্বাচনে জাতীয় দল নির্বাচক প্যানেল থেকেও চাপ আছে। কারণ দল চূড়ান্ত করার আগে অধিনায়কের মতামত নিতে চান তারা। যাতে করে দোষারোপের সংস্কৃতি পড়তে না হয় গাজী আশরাফ হোসেন লিপুদের। কোনো কারণে লিটন দলে না থাকলে মেহেদী হাসান মিরাজ বা তাওহীদ হৃদয়কে অধিনায়ক করা হবে। অধিনায়ক যিনিই হন না কেন, আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ১৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

পেসার তাসকিন আহমেদ খেলতে পারলে পেস বিভাগে বাকি তিনজন হবেন মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজের সঙ্গে শেখ মেহেদী, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনকে নেওয়া হতে পারে। তাওহীদ হৃদয় দলে ফেরায় বাদ পড়বেন আফিফ হোসেন। তবে সমস্যা দেখা দেবে শান্তকে নিয়ে। তাঁকে নেওয়া হলে ১৬ জনের স্কোয়াডও হতে পারে।

সম্ভাব্য টি২০ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিম হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তুলা-স্যাভলনে ছোঁয়ায় ৫০০ টাকা! রেডিক্যাল হাসপাতালে ‘পকেটমারি’

রাজধানীর উত্তরা এলাকায় বেসরকারি চিকিৎসাসেবার অরাজকতা যেন দিন দিন আরও ভয়াবহ রূ...

দৌলতপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলে ট...

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা পণ্ড করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ সৈয়দ ম...

নির্বাচনকালেও পর্যটকদের নিরাপত্তায় আপসহীন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে যখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

রাজশাহীতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই: তারেক রহমান

রাজশাহীতে আইটি পার্ক সচল করে প্রশিক্ষণ দিয়ে তরুণদের দক্ষ করে তোলা হবে বলে জান...

আগে ৭১ সালের জন্য মাফ চান তারপর ভোট চান:  বিএনপি মহাসচিব

আগে ৭১ সালের জন্য মাফ চান তারপর ভোট চান জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ব...

গীবত গেয়ে গুনাহ করার দরকার নাই: মির্জা আব্বাস

বাবারা ভোট চাও, নির্বাচন করো। দেশের জন্য আগামীতে কি করবা সেটা বলো। অন্যজনের গ...

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণার ক্ষ...

নির্বাচন, সহিংসতা ও নারী: আমরা কোন পথে হাঁটছি?

নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র অনুষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা