খেলা

ফিট থাকলে লিটনই অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর ওপরই আস্থা রেখেছে বিসিবি। মেয়াদ উল্লেখ করা না হলেও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে রাখা হতে পারে তাঁকে। বাকি রয়েছে টি২০ দলের অধিনায়ক নির্বাচন; সেটাও মোটামুটি ঠিক হয়ে আছে। আরব আমিরের বিপক্ষে টি২০ সিরিজ খেলার জন্য ফিট হলে লিটন কুমার দাসকে অধিনায়ক করা হতে পারে। ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেতে পারেন তিনি। বোর্ডের মেডিকেল বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন লিটন।

গত বছর জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তিন সংস্করণের অধিনায়ক ছিলেন শান্ত। টি২০ ক্রিকেটে ভালো করতে না পারায় নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। টি২০ দলের নেতৃত্ব অন্য কাউকে দিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে অনুরোধ জানান তিনি। সে অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দেন লিটন। তাঁর নেতৃত্ব প্রশংসিত হলেও রান করতে না পারা অনিশ্চয়তা বাড়িয়েছে। টি২০ আর ওয়ানডে সংস্করণে ছন্দে না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়নি তাঁকে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর বিপিএলে ভালো খেলেও জাতীয় দলে ফিরতে পারেননি তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট সিরিজ থেকে ছুটি পেয়েছিলেন তিনি। কিন্তু করাচির নেট সেশনে বলের আঘাতে আঙুলের চিড় নিয়ে দেশে ফেরেন তিন সপ্তাহ আগে।

লিটনের ইনজুরি আপডেট নিয়ে গতকাল বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন বলেন, 'আজ যে এক্স-রে করা হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। তিন সপ্তাহ হয়ে যাওয়ায় এখন সে ব্যাটিং করতে পারবে। কাল (আজ) থেকে পুনর্বাসন শুরু করবে। আশা করি, আরব আমিরাত সিরিজ থেকেই খেলতে পারবে।'

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম গত শনিবার লিটনের আপডেট নিয়েছেন বলে জানা গেছে। এক সূত্র জানায়, গত শনিবার রাতেই অধিনায়ক ইস্যুতে সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ফোনে কথা বলার কথা নাজমুল আবেদীনের। ইতিবাচক কথা হয়ে থাকলে আজ অধিনায়ক চূড়ান্ত করা হয়ে যেতে পারে। অধিনায়ক নির্বাচনে জাতীয় দল নির্বাচক প্যানেল থেকেও চাপ আছে। কারণ দল চূড়ান্ত করার আগে অধিনায়কের মতামত নিতে চান তারা। যাতে করে দোষারোপের সংস্কৃতি পড়তে না হয় গাজী আশরাফ হোসেন লিপুদের। কোনো কারণে লিটন দলে না থাকলে মেহেদী হাসান মিরাজ বা তাওহীদ হৃদয়কে অধিনায়ক করা হবে। অধিনায়ক যিনিই হন না কেন, আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ১৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

পেসার তাসকিন আহমেদ খেলতে পারলে পেস বিভাগে বাকি তিনজন হবেন মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজের সঙ্গে শেখ মেহেদী, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনকে নেওয়া হতে পারে। তাওহীদ হৃদয় দলে ফেরায় বাদ পড়বেন আফিফ হোসেন। তবে সমস্যা দেখা দেবে শান্তকে নিয়ে। তাঁকে নেওয়া হলে ১৬ জনের স্কোয়াডও হতে পারে।

সম্ভাব্য টি২০ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিম হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে ‘সাংবাদিক ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‌‌গণমাধ্যমকর্মীদের কল্যাণে সাংবাদি...

নোয়াখালীতে ঘরের সিঁধ কেটে গৃহবধূকে ধর্ষণ

নোয়াখালীর সদরে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্র...

এক ক্লিকে অনলাইন জামিননামা

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আদ...

বাংলাদেশ-হংকং লড়াই আজ যেভাবে দেখবেন

এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের টিকে থাকার লড়াইয়ে আজ (১৪ অক্টোবর) মাঠে নামছে...

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন

রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি রূপনগর আবাসিক এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে...

চট্টগ্রামে পথশিশুদের স্বপ্ন দেখাচ্ছে ‘নগরফুল হলিডে স্কুল’

চট্টগ্রাম শহরের ব্যস্ততা আর কোলাহলকে ছাপিয়ে এক টুকরো আশা ছড়িয়ে দিচ্ছে ‘...

চীনে নারী পাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার

চীনে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের বিদেশে পাচার করে যৌনপল্লীতে ব...

দেশকে বিভাজন থেকে বাঁচানোর আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দয়া করে দেশটাকে বাঁ...

শাহবাগ ব্লকেডের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের জোট অনড় অবস্থানে। শিক্ষকদের দা...

চাকসু নির্বাচন : ‘কালি মুছে গেলেও জাল ভোটের সুযোগ নেই’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট প্রদানের প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা