“সত্যের পথে ছয় বছরের নিরন্তর যাত্রা।
জনগণের কণ্ঠস্বর হয়ে ‘দৈনিক আমার বাঙলা’ আজ ষষ্ঠ বর্ষে।
শুভ প্রতিষ্ঠাবার্ষিকী, প্রিয় দৈনিক আমার বাঙলা।”
সময় গড়িয়ে যায়, কিন্তু সত্যনিষ্ঠ সাংবাদিকতার মূল্য কখনো কমে না। সেই বিশ্বাস ও দায়িত্ববোধ থেকেই দৈনিক আমার বাঙলা আজ পদার্পণ করছে তার গৌরবময় ষষ্ঠ বর্ষে। ছয় বছরের এই পথচলা শুধু সময়ের পরিক্রমা নয়—এটি এক নিষ্ঠা, এক নীতির অবিচল অনুসরণ, আর মানুষের পাশে থেকে সত্য তুলে ধরার নিরন্তর প্রয়াসের গল্প।
প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই দৈনিক আমার বাঙলা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও পাঠককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এসেছে। পত্রিকাটি বিশ্বাস করে—সংবাদ কেবল তথ্যের সমষ্টি নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। আর সেই শক্তিকেই ইতিবাচকভাবে ব্যবহারের লক্ষ্যে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সম্পাদকীয় ও রিপোর্টিং টিম।
সম্পাদক এম. এম. রুহুল আমিনের নেতৃত্বে সম্পাদকীয় বোর্ড পত্রিকাটিকে নিয়ে এসেছে একটি সুসংগঠিত ও আধুনিক সংবাদমাধ্যমের পর্যায়ে।
দেশের প্রতিটি প্রান্তের খবর তুলে ধরতে মাঠপর্যায়ের সংবাদকর্মীরা প্রতিনিয়ত কাজ করে চলেছেন নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়া, পরিবেশ—সব ক্ষেত্রেই পত্রিকাটি পাঠকের কাছে পৌঁছে দিয়েছে নির্ভরযোগ্য ও যাচাই-বাছাইকৃত সংবাদ।
এই ছয় বছরে দৈনিক আমার বাঙলা যেমন পাঠকের ভালোবাসা অর্জন করেছে, তেমনি তরুণ সাংবাদিকদের জন্য হয়ে উঠেছে শেখার এক অনুপ্রেরণার প্ল্যাটফর্ম। সংবাদপেশার নৈতিকতা, তথ্যের যথার্থতা এবং মানবিক সংবেদনশীলতা—এই তিন মূল্যবোধের মেলবন্ধনই পত্রিকাটির মূল শক্তি।
দেশের ডিজিটাল সাংবাদিকতার নতুন যুগে দৈনিক আমার বাঙলা সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে প্রযুক্তিনির্ভর আধুনিক সংবাদ পরিবেশনের পথে। অনলাইন সংস্করণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও পত্রিকাটি সক্রিয়ভাবে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে সর্বশেষ খবর ও বিশ্লেষণ।
তথ্যপ্রবাহের এ দ্রুত যুগে যখন ভুয়া খবর ও গুজবের প্রভাব বেড়ে চলছে, তখন ‘আমার বাঙলা’ সত্য যাচাই ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে।
পত্রিকাটির সম্পাদকীয় নীতি সবসময়ই স্পষ্ট “সত্যের পথে অবিচল থাকা।” এই নীতির প্রতিফলন দেখা যায় প্রতিটি প্রতিবেদনে, প্রতিটি বিশ্লেষণে এবং প্রতিটি কলামে। সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তুলে ধরা থেকে শুরু করে রাষ্ট্রীয় নীতি বিশ্লেষণসহ সব জায়গায় ‘দৈনিক আমার বাঙলা’ দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় বহন করছে।
ষষ্ঠ বর্ষে পদার্পণের এই মুহূর্তে পত্রিকার সঙ্গে যুক্ত প্রতিটি সংবাদকর্মী, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। তাদের সহযোগিতা ও বিশ্বাসই এই যাত্রাকে করেছে অনুপ্রেরণাময়।
আগামী দিনে দৈনিক আমার বাঙলা আরও আধুনিক, পাঠকবান্ধব এবং তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমানুষের পাশে থাকবে—এই অঙ্গীকারেই আমরা নতুন বছরকে স্বাগত জানাই।
সত্যের পথে এই নিরলস যাত্রা অব্যাহত থাকুক, এই কামনাই রইল।
— ফয়সাল হাবিব
সাব-এডিটর, দৈনিক আমার বাঙলা
আমারবাঙলা/এফএইচ