বিনোদন

কে এই দক্ষিণের ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

ঐশ্বরিয়া রাই কিংবা ঐশ্বরিয়া রাজেশ নন; তিনি ঐশ্বরিয়া লক্ষ্মী। কয়েক বছর ধরে বিভিন্ন দক্ষিণি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন। সবশেষ গত বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মণিরত্নমের ‘থাগ লাইফ’ ছবিতেও দেখা গেছে তাঁকে।

২০১৪ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন ঐশ্বরিয়া লক্ষ্মী। পরে ২০১৭ সালে প্রস্তাব পেয়ে করে ফেলেন ‘নাজানডুকালুড নাটিল ওরিদাভেলা’। তবে ঐশ্বরিয়ার ক্যারিয়ার বদলে দেয় একই বছরে মুক্তি পাওয়া প্রখ্যাত মালয়ালম পরিচালক আশিক আবুর ‘মায়ানদী’। জঁ-লুক গদারের ‘ব্রেথলেস’-এর প্রেরণায় নির্মিত রোমান্টিক থ্রিলারটির বিভিন্ন সংলাপ হয়ে ওঠে কেরালার তরুণদের নিত্যদিনের চর্চার বিষয়।

এরপরের বছরই ফাহাদ ফাসিলের সঙ্গে ‘ভারাথান’-এও দুর্দান্ত অভিনয় করেন। টানা সাফল্যে নিজের ইন্ডাস্ট্রির বাইরে থেকেও কাজের প্রস্তাব পান। ২০১৯ সালে তামিল ছবিতে অভিষেক, ২০২২ সালে প্রথম তেলেগু ছবিতে। এর মধ্যে গত বছর সরাসরি ওটিটিতে মুক্তি পায় ‘কানাকানি’। এই থ্রিলারের জন্য দশম সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে জেতেন সেরা মালয়ালম অভিনেত্রীর পুরস্কার।

‘মায়ানদী’র জন্যও আগে একবার এই পুরস্কার জিতেছিলেন। ঐশ্বরিয়া লক্ষ্মী এখন ভারতের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। মণিরত্নমের সঙ্গে কাজ করে তাঁর ক্যারিয়ারের গতিপথ বদলে গেছে। নির্মাতার ‘পোন্নিইন সেলভান’-এর দুই কিস্তির পর থাগ লাইফ–এও আছেন তিনি।

এই ছবি প্রসঙ্গে ঐশ্বরিয়া সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে বলেন, ‘“পুনগুজালি” চরিত্রটি আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। সত্যি বলতে, আমি এতটা আশা করিনি। চরিত্রটিকে যাঁরা উজাড় করে ভালোবাসা দিয়েছেন, তাঁদের প্রত্যেককে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ, চরিত্রটা আমার সামনে অনেক সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে।’

মণিরত্নমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ‘ছবিটি মুক্তির আগে আমি মণি স্যারকে আমার চরিত্র নিয়ে প্রশ্ন করি। তিনি বলেছিলেন, “তুমি কিছু করেছ, আমি কিছু করেছি। বাকিটা মুক্তির পর বোঝা যাবে।” আসলে এই ছবিতে আমার চরিত্রটা অন্য সবার চেয়ে অন্য রকম ছিল বলেই আরও বেশি করে সবার নজরে পড়েছিলাম।’

‘থাগ লাইফ’-এ আবার মণিরত্নমের সঙ্গে কাজ প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ‘এত দ্রুত আবার যে তাঁর সঙ্গে কাজের সুযোগ পাব, ভাবিনি। তাঁর মতো নির্মাতার সঙ্গে কাজ করতে যেকোনো অভিনেত্রী মুখিয়ে থাকবেন।’ ক্যারিয়ারের সমানের দিনগুলোয় আরও বেশি নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে চান তিনি। ‘থাগ লাইফ’-এ ঐশ্বরিয়ার সঙ্গে আছেন কমল হাসান ও তৃষ্ণা কৃষ্ণান। মুক্তির ৪ দিনে ৩৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘট...

সুশীলা কারকির উত্থান যেভাবে

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি দেশটির অন্তর্বর্তী সরকারের প্...

১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্য...

আয়ের দিক দিয়ে ফের মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

রেকর্ডের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির হাড্ডাহাড্ডি লড়াই চলে। কিন্...

সাবালেঙ্কার সাফল্যের রহস্য

সদ্য ইউএস ওপেন নারী এককের শিরোপাজয়ী বেলারুশের টেনিসকন্যা আরিনা সাবালেঙ্কা নিজ...

ডিজিটাল অর্থনীতিতে তরুণদের অংশগ্রহণে বাড়ছে প্রবৃদ্ধির গতি

গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি এক অবিশ্বাস্য রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে...

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘট...

শহীদ রফিক হত্যা: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রফিক হত্যা মামলার অন্যত...

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা, ঘাতক আটক

কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় এক চাকমা যুবককে জবাই করে হত্যার পর তার স...

সোনা চোরাচালানে জড়াচ্ছেন বিমানের ক্রুরা, ‘লঘু শাস্তিতে’ রেহাই

আকাশপথে সোনা চোরাচালান চক্রে জড়াচ্ছেন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা