বিনোদন

কে এই দক্ষিণের ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

ঐশ্বরিয়া রাই কিংবা ঐশ্বরিয়া রাজেশ নন; তিনি ঐশ্বরিয়া লক্ষ্মী। কয়েক বছর ধরে বিভিন্ন দক্ষিণি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন। সবশেষ গত বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মণিরত্নমের ‘থাগ লাইফ’ ছবিতেও দেখা গেছে তাঁকে।

২০১৪ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন ঐশ্বরিয়া লক্ষ্মী। পরে ২০১৭ সালে প্রস্তাব পেয়ে করে ফেলেন ‘নাজানডুকালুড নাটিল ওরিদাভেলা’। তবে ঐশ্বরিয়ার ক্যারিয়ার বদলে দেয় একই বছরে মুক্তি পাওয়া প্রখ্যাত মালয়ালম পরিচালক আশিক আবুর ‘মায়ানদী’। জঁ-লুক গদারের ‘ব্রেথলেস’-এর প্রেরণায় নির্মিত রোমান্টিক থ্রিলারটির বিভিন্ন সংলাপ হয়ে ওঠে কেরালার তরুণদের নিত্যদিনের চর্চার বিষয়।

এরপরের বছরই ফাহাদ ফাসিলের সঙ্গে ‘ভারাথান’-এও দুর্দান্ত অভিনয় করেন। টানা সাফল্যে নিজের ইন্ডাস্ট্রির বাইরে থেকেও কাজের প্রস্তাব পান। ২০১৯ সালে তামিল ছবিতে অভিষেক, ২০২২ সালে প্রথম তেলেগু ছবিতে। এর মধ্যে গত বছর সরাসরি ওটিটিতে মুক্তি পায় ‘কানাকানি’। এই থ্রিলারের জন্য দশম সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে জেতেন সেরা মালয়ালম অভিনেত্রীর পুরস্কার।

‘মায়ানদী’র জন্যও আগে একবার এই পুরস্কার জিতেছিলেন। ঐশ্বরিয়া লক্ষ্মী এখন ভারতের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। মণিরত্নমের সঙ্গে কাজ করে তাঁর ক্যারিয়ারের গতিপথ বদলে গেছে। নির্মাতার ‘পোন্নিইন সেলভান’-এর দুই কিস্তির পর থাগ লাইফ–এও আছেন তিনি।

এই ছবি প্রসঙ্গে ঐশ্বরিয়া সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে বলেন, ‘“পুনগুজালি” চরিত্রটি আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। সত্যি বলতে, আমি এতটা আশা করিনি। চরিত্রটিকে যাঁরা উজাড় করে ভালোবাসা দিয়েছেন, তাঁদের প্রত্যেককে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ, চরিত্রটা আমার সামনে অনেক সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে।’

মণিরত্নমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ‘ছবিটি মুক্তির আগে আমি মণি স্যারকে আমার চরিত্র নিয়ে প্রশ্ন করি। তিনি বলেছিলেন, “তুমি কিছু করেছ, আমি কিছু করেছি। বাকিটা মুক্তির পর বোঝা যাবে।” আসলে এই ছবিতে আমার চরিত্রটা অন্য সবার চেয়ে অন্য রকম ছিল বলেই আরও বেশি করে সবার নজরে পড়েছিলাম।’

‘থাগ লাইফ’-এ আবার মণিরত্নমের সঙ্গে কাজ প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ‘এত দ্রুত আবার যে তাঁর সঙ্গে কাজের সুযোগ পাব, ভাবিনি। তাঁর মতো নির্মাতার সঙ্গে কাজ করতে যেকোনো অভিনেত্রী মুখিয়ে থাকবেন।’ ক্যারিয়ারের সমানের দিনগুলোয় আরও বেশি নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে চান তিনি। ‘থাগ লাইফ’-এ ঐশ্বরিয়ার সঙ্গে আছেন কমল হাসান ও তৃষ্ণা কৃষ্ণান। মুক্তির ৪ দিনে ৩৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্...

কুষ্টিয়া ও দৌলতপুর সীমান্তে ২ কোটি ৬১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বি...

মহান বিজয় দিবসে কক্সবাজার জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মা...

চট্টগ্রামে বিজয় দিবসে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হ...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্স...

বাজার থেকে কিটক্যাট চকলেট সরানোর নির্দেশ, সতর্কতা জারি

নেসলে কিটক্যাট চকলেটের একটি বিতর্কিত লট বাজার থেকে ২০২৬ সালের ২১ জানুয়ারির মধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা