কক্সবাজারের পেকুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছেনু আরা বেগম (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বানৌজা সাবমেরিন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছেনু আরা বেগম পেকুয়া সদর ইউনিয়নের গোঁয়াখালী উত্তর পাড়ার বাসিন্দা মাছ ব্যবসায়ী রহমত উল্লাহর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির অটোরিকশা চালিত একটি টমটম ছেনু আরা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমারবাঙলা/এনইউআ