ছবি: সংগৃহীত
সারাদেশ

রংপুরে ৯১২ মণ্ডপ ঘিরে দুর্গোৎসব

রংপুর প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রংপুরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ধর্মীয় সম্প্রীতির আবহে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালনে প্রশাসন ও মণ্ডপ কমিটি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। জেলা ও মহানগর মিলিয়ে এবার মোট ৯১২টি পূজা মণ্ডপে দুর্গোৎসব হবে।

পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডে ১৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

জেলার বাইরে আটটি উপজেলায় ৭৪১টি মণ্ডপে দুর্গোৎসব হবে। এর মধ্যে কোতোয়ালি থানায় ৯১টি, গঙ্গাচড়ায় ৯৬টি, তারাগঞ্জে ৬১টি, বদরগঞ্জে ১০৬টি, মিঠাপুকুরে ১৩৯টি, পীরগঞ্জে ৮৯টি, পীরগাছায় ৮৭টি এবং কাউনিয়ায় ৭২টি মণ্ডপ রয়েছে। এছাড়া বদরগঞ্জ পৌরসভায় ১০টি ও পীরগঞ্জ পৌরসভায় সাতটি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন রয়েছে।
আগামী ২৮ সেপ্টেম্বর শারদীয় দুর্গাপূজা শুরু হবে।

চলবে ২ অক্টোবর পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসবে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে। এর আগে মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা ও দেবীর আগমন ঘিরে পূজার আবহ বর্ণিল হয়ে উঠেছে।
শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগরের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় বলেন, ‘এবার রংপুর জেলার মোট ৯১২টি মণ্ডপে দুর্গোৎসব হচ্ছে।

উত্তর জনপদের সম্প্রীতির শহর রংপুরে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ সব ধর্মাবলম্বীর সহযোগিতা চাই। এখন পর্যন্ত প্রস্তুতির সবকিছুই সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করছে। আমরা বিশ্বাস করি, শেষ পর্যন্ত উৎসব নির্বিঘ্নেই হবে। এ ব্যাপারে রংপুরবাসীরও সর্বাত্মক সহায়তা কামনা করছি।

এদিকে, মণ্ডপগুলোতে প্রতিমা নির্মাণ, প্যান্ডেল সাজসজ্জা, আলোকসজ্জা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় শেষ। উৎসব ঘিরে প্রত্যেক মণ্ডপেই ভক্ত, পূণ্যার্থী ও সাধারণ মানুষের ভিড় বাড়ছে।

রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু সাইম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা শুরুর আগ থেকেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। মণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত বৈঠক করে নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। আশা করছি, উৎসবমুখর পরিবেশেই পূজা উদযাপিত হবে।’

পুলিশ সুপার আরো বলেন, ‘প্রত্যেক মণ্ডপে স্থানীয় পুলিশ সদস্যদের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে থাকবে সিসিটিভি নজরদারি, নারী পুলিশ সদস্যসহ মোবাইল টহলদল এবং প্রয়োজনীয় আনসার সদস্য। এছাড়া, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে।’


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বড়লেখায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের বড়লেখায় সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ...

মৌলভীবাজারে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরকার ঘোষিত দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযো...

চট্টগ্রাম-১০ ও ১১ আসনে বিএনপির প্রার্থী বদল!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের দুটি গুরুত্বপূর্ণ আসনে প্...

আনন্দ মিছিল শেষে চট্টগ্রামের বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত...

নিম্নমানের বেকারি সামগ্রীতে সয়লাব মনোহরদীর হাট-বাজার

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরি...

চট্টগ্রামের দুই আসনে বিএনপির প্রার্থী পুনর্বিন্যাস

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ কয়েকটি সংসদীয় আসন...

পেকুয়ায় বিইউআই কামিল মাদ্রাসার ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জুবিলী উদযাপিত

কক্সবাজারের পেকুয়ার রাজাখালী বি ইউ আই কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাকালের ৭৫বছর পূ...

শিউবি এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কক্সবাজারের পেকুয়া শিলখালী উচ্চ বিদ্যালয় (শিউবি) প্রাক্তন ছাত্র পরিষদের এলামন...

চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার পলাতক আসামি কুহিন গ্রেপ্তার

হবিগঞ্জের আজমিরগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর রাসেল আ...

ফরিদগঞ্জে ৬ দোকান আগুনে পুড়ে ছাই, কিশোর নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ১৪ বছর বয়স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা