নীলফামারী সদর উপজেলার দ্বীপ এগ্রো পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হিরুজ্জামান।
সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিন চওড়া বকদুল তলা এলাকার রতন রায় আকাশের এই এগ্রো পরিদর্শন করেন তিনি।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক দিলগীর আলম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত রতন রায় আকাশ যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে দুগ্ধ খামার গড়ে তোলেন। তার খামারে খাঁটি দুধ ও দুগ্ধজাত পণ্য পাওয়া যায়।
আমারবাঙলা/ইউকে