মাত্র কয়েক মিনিটের বৃষ্টি, তারপর যা হবার তাই; বলছি নারায়ণগঞ্জ মহানগরের কথা। কোটি কোটি টাকা খরচ করে নতুন ড্রেন নির্মাণ করা হলেও কয়েক মিনিটের বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক। নিম্নাঞ্চলগুলোতে হাঁটু পর্যন্ত পানি জমে যাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা নারায়ণগঞ্জের দীর্ঘ দিনের সমস্যা। এক পশলা বৃষ্টি হলেই শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, উকিলপাড়াসহ আশপাশের এলাকাগুলোতে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সড়কের চিত্র সবচেয়ে ভয়াবহ। কোটি কোটি টাকা খরচ করে ড্রেন উন্নয়ন এবং পুনর্নির্মাণের কাজ গত বছর শুরু হয়। বঙ্গবন্ধু সড়কের গুরুত্বপূর্ণ অংশে কাজ সম্পন্ন হলেও সেখানেও আগের মতই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। খোড়াখুঁড়ি করে কাজ অসমাপ্ত অবস্থায় ফেলে রাখার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে, ফলে সহসাই এই সমস্যা থেকে মুক্তি মিলছেনা নগরবাসীর।
কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প নগরবাসীর কাছে যেন এক নির্মম প্রহসন। স্থানীয় বাসিন্দারা ক্ষোভের সাথে বলছেন- উন্নয়নের নামে এই তামাশা আর কতদিন?
আমারবাঙলা/ইউকে