শনিবার (৩ এপ্রিল) রংপুরের পীরগঞ্জ উপজেলার ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহেষপুর গ্রামে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপি আহ্বায়ক ও ২৪, রংপুর-৬ (পীরগন্জ) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ।
২নং ভেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল আলম শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, অধ্যক্ষ শরিফুল ইসলাম, ও মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড় প্রমুখ।
আমারবাঙলা/ইউকে