খেলা

প্রথম পরীক্ষায় ‘এ’ গ্রেড রিশাদের

ক্রীড়া প্রতিবেদক

রিশাদ হোসেন পরীক্ষায় কেমন করলেন? পিএসএল এখনো শেষ হয়নি। ফাইনাল বাকি। তবে ফাইনালের আগ পর্যন্ত রিশাদের পারফরম্যান্স বিবেচনায় নিলে তাঁকে কোন গ্রেড দেওয়া যায়? এ প্লাস, এ গ্রেড নাকি অন্য কিছু!

বিদেশে নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে রিশাদের যে পারফরম্যান্স তাতে অন্তত ‘এ’ গ্রেড দিয়ে দেওয়া যায়। পিএসএলে এই লেগ স্পিনার এখন পর্যন্ত খেলেছেন ৬ ম্যাচ। উইকেট নিয়েছেন ১২টি। ওভারপ্রতি রান খরচ করেছেন ৯.১০।

একটু বেশি মনে হচ্ছে? রিশাদ যে লেগ স্পিনার, একটু বেশি রান দেওয়ার স্বাধীনতা তাঁর আছে! এই যে কালকের ম্যাচটা ধরুন। ৩ ওভারে রান দিয়েছেন ৩৪। কিন্তু উইকেট নিয়েছেন তিনটি, যাঁরা ইসলামাবাদের মূল ব্যাটসম্যান-শাদাব খান, সালমান আগা ও জিমি নিশামের। আর লেগ স্পিনারের রান খরচা একটু বেশি হলেও তো উইকেট নেন। রিশাদ সে কাজটাই করছেন।

টুর্নামেন্টে রিশাদের শুরুটা হয় স্বপ্নের মতো। নিজের খেলা প্রথম দুই ম্যাচে নেন ৩টি করে উইকেট। পরের ম্যাচে ২টি। একটা সময় ছিলেন পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারিও।

নিজের খেলা প্রথম ২ ম্যাচে ৬ উইকেট নিতে খুব বেশি রানও খরচ করেননি রিশাদ। প্রথম ম্যাচে খরচ দিয়েছেন ৩১, পরের ম্যাচে ২৬। তবে মুলতান সুলতানের বিপক্ষে তৃতীয় ম্যাচে ২ উইকেট নিতে ৪৫ রান দেন রিশাদ। পরের ম্যাচে ২ ওভারে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি।

এরপর তিন ম্যাচে রিশাদকে বসিয়ে রাখে লাহোর। ফেরার ম্যাচে রিশাদ নেন ২৮ রানে ১ উইকেট। এরপর ভারত–পাকিস্তান সংঘাত ও আরব আমিরাত সিরিজের কারণে বড় বিরতি দিয়ে কাল লাহোরের হয়ে মাঠে ফেরেন রিশাদ। এলিমিনেটরের আগে দলে যোগ দিলেও করাচির বিপক্ষে সেই ম্যাচে সুযোগ পাননি।

মনে রাখতে হবে, পুরো টুর্নামেন্টেই রিশাদের দলে জায়গা পেতে লড়াই করতে হয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেও সুযোগ পাননি। এরপর তিন ম্যাচে ৮ উইকেট নেওয়ায় দলে তাঁকে স্থায়ী ভাবা হচ্ছিল। তবে এক ম্যাচ খারাপ করতেই বাদ পড়েছিলেন। বিশেষ করে লাহোরে খেলা ম্যাচগুলোতে তাঁকে বসিয়ে রেখেছিল শাহিন আফ্রিদির দল। সেই লাহোরেই কাল তিনি জ্বলে উঠেছেন। দলকে নিয়ে গেছেন ফাইনালে। রিশাদ তো একটু ভালো গ্রেড আশা করতেই পারেন।

তবে রিশাদের ব্যাটিংটা আরও ভালো করা উচিত ছিল। ৬ ম্যাচে রান করেছেন মাত্র ২৩। স্ট্রাইক রেটও ১০০–এর নিচে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৩৪.১৮ স্ট্রাইকধারী ব্যাটসম্যানের জন্য যা বেমানান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ওয়ানডেতে ক্যারিবীয় তারকার দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টির প্রবল জনপ্রিয়তার যুগে রেকর্ড ভাঙার ব্যাপক প্রতিযোগিতায় মেতে উঠতে...

প্রথম পরীক্ষায় ‘এ’ গ্রেড রিশাদের

রিশাদ হোসেন পরীক্ষায় কেমন করলেন? পিএসএল এখনো শেষ হয়নি। ফাইনাল বাকি। তবে ফাইনা...

আধা ঘণ্টায় রেকর্ড ১ কোটি ১৪ লাখ হিট, এক ঘণ্টায় টিকিট শেষ

আগামী ৭ জুনকে ঈদুল আজহার দিন ধরে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি...

উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সর...

একনেক বৈঠক শেষ, উপদেষ্টাদের অনির্ধারিত বৈঠক শুরু

কয়েক দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন অন্তর্বর্...

দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত...

ওয়ানডেতে ক্যারিবীয় তারকার দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টির প্রবল জনপ্রিয়তার যুগে রেকর্ড ভাঙার ব্যাপক প্রতিযোগিতায় মেতে উঠতে...

বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন

জনপ্রিয় বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন। দিনকয়েক ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভ...

শবনম মুশতারী ও আনোয়ারুল হক পাচ্ছেন ‘নজরুল পুরস্কার’

নজরুল সংগীত-চর্চা ও প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ গবেষক ও অধ্যাপক আ...

একনেক বৈঠক শেষ, উপদেষ্টাদের অনির্ধারিত বৈঠক শুরু

কয়েক দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন অন্তর্বর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা