স্বাস্থ্য

সাপে কামড়ালে কী করবেন, জানাবে অ্যাপ

নিজস্ব প্রতিবেদক

সাপের কামড়ে সঠিক চিকিৎসার অভাবে দেশে প্রতিবছর সাড়ে সাত হাজার মানুষ মারা যায়। অন্যদিকে সচেতনতার অভাবে মানুষের হাতে মারা পড়ছে বাস্তুতন্ত্রের জন্য উপকারী এই সরীসৃপ। সাপ নিয়ে সচেতনতা তৈরিসহ সাপে কামড়ালে কী করতে হবে, আক্রান্ত ব্যক্তির জন্য কোথায় পাওয়া যাবে অ্যান্টিভেনম, সেসব বিষয় জানাতে এবার অ্যাপ এনেছে বন বিভাগ। এটির নাম ‘সর্প দংশনে সচেতনতা, উদ্ধার ও সুরক্ষা অ্যাপ’।

টেকসই বন ও জীবিকা প্রকল্পের আওতায় তৈরি করা অ্যাপটি সাজানো হয়েছে ১০টি ক্যাটাগরিতে। সেগুলোর মধ্যে রয়েছে সাপের পরিচিতি, সাপের কামড়ে প্রাথমিক চিকিৎসা, সাপের কামড়ের তথ্য প্রদান, অ্যান্টিভেনমের প্রাপ্যতা, সাপ–সম্পর্কিত কুসংস্কার ও সাপের গুরুত্ব, সাপ–সম্পর্কিত ভিডিও ও সাপ উদ্ধারে প্রয়োজনীয় দিকনির্দেশনা, বাংলাদেশে সাপের প্রজাতি, যোগাযোগ ও জাতীয় জরুরি নম্বর।

এতে বিষধর, মৃদু বিষধর ও নির্বিষ সাপের পরিচিতি দেওয়া হয়েছে। কোন সাপে কোন ধরনের বিষ রয়েছে, কোন সাপের কামড়ে কী রকম লক্ষণ আক্রান্ত ব্যক্তির শরীরে দেখা দেয়, সে বিষয়ে বিস্তারিত তথ্য আছে। আক্রান্ত ব্যক্তির জন্য অ্যান্টিভেনম পেতে দেওয়া হয়েছে নিকটস্থ হাসপাতালের ফোন নম্বর। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে অ্যাপটি।

অ্যাপে দেওয়া হয়েছে সাপ উদ্ধারকারী দলের ফোন নম্বর। বসতবাড়ি বা ভিটায় সাপের দেখা গেলে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করলে তারা এসে সাপ উদ্ধার করবে।

বন অধিদপ্তরের গাজীপুরের ওয়াইল্ডলাইফ ট্রেনিং সেন্টারের সরীসৃপ-বিশেষজ্ঞ (হারপেটোলজিস্ট) সোহেল রানা বলেন, সাপ নিয়ে মানুষের ভীতি ও নানা ধরনের অজ্ঞতা আছে। সাপে কামড়ালে হাসপাতালে নিয়ে না গিয়ে এখনো অ

সোহেল রানা বলেন, অ্যাপটিতে আমরা দিকনির্দেশনা দিয়েছি সাপের কামড়ে কী করতে হবে। বিষধর সাপে কামড়ালে তার উপসর্গ বা লক্ষণ কী, আর মৃদু বিষধর সাপে কামড়ালে, সেটা কীভাবে চিহ্নিত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই অ্যাপে ৫২৬টি উপজেলা হাসপাতালের ফোন নম্বর দিয়ে দেওয়া আছে। এসব উপজেলা হাসপাতালে যোগাযোগ করে অ্যান্টিভেনম নেওয়া যাবে। গ্রামে বর্ষাকালে সাপের কামড় থেকে রক্ষা পেতে কী কী উপায় অবলম্বন করতে হবে, সে বিষয়েও বিস্তারিত অ্যাপে দেওয়া আছে।

সঠিক তথ্য জানার বিকল্প নেই
বন অধিদপ্তর বলছে, বাংলাদেশে মোট ১০৩ জাতের সাপ পাওয়া যায়। এর মধ্যে ৭০ প্রজাতির সাপ নির্বিষ বা মৃদু বিষধর। এগুলোর কামড়ে মানুষের কোনো ক্ষতি হয় না। বাকি ৩৩ প্রজাতির সাপ বিষধর। এই ১০৩ প্রজাতির বাইরে সমুদ্রে ১৭ প্রজাতির বিষধর সাপ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে সাপ নিয়ে ‘হিউম্যান পারসেপশনস টুওয়ার্ডস হারপেটোফোনা ইন নর্থ-ওয়েস্টার্ন বাংলাদেশ’শীর্ষক একটি গবেষণা পরিচালনা করা হয়। এ গবেষণার নিবন্ধ প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের ‘অ্যাম্পিবিয়ান অ্যান্ড রেপটাইলস’ সাময়িকীতে, ২০২১ সালের নভেম্বরে।

গবেষণার ক্ষেত্র ছিল রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায়। সেখানে সরীসৃপজাতীয় প্রাণী নিয়ে মানুষের সাধারণ ধারণার কথা জানার চেষ্টা করা হয়। এতে অংশ নেন ২৩৬ জন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ। গবেষণায় দেখা যায়, ৮৮ শতাংশ মানুষই সাপকে ভয় পান। ৯৭ শতাংশ মানুষ মনে করেন, সাপমাত্রই বিষধর প্রাণী। সাপকে মেরে ফেলা ভালো কাজ বলে মনে করেন ৪৫ শতাংশ উত্তরদাতা। কৃষিজীবী নন, এমন ব্যক্তিরা সাপ মারতে বেশি উৎসাহী। উচ্চশিক্ষিত ব্যক্তিরা অপেক্ষাকৃত কম শিক্ষিত ব্যক্তিদের চেয়ে ১ দশমিক ৮ গুণ বেশি সাপ মারতে আগ্রহী।

এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. ফজলে রাব্বী। তিনি বলেন, সাপ নিয়ে আমাদের দেশে মানুষের মধ্যে বিভিন্ন রকমের কুসংস্কার রয়েছে। সব বয়সের, সব এলাকার মানুষের মধ্যে সাপ নিয়ে ভীতি কাজ করে। মানুষ সাধারণত মনে করে ডোরা সাপ বাদে সব সাপই বিষধর।

উদাহরণ দিয়ে ফজলে রাব্বী বলেন, বিভিন্ন কুসংস্কার, যেমন সাপের মাথায় মণি থাকা, সাপের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা, সাপ দুধ খেতে পারে, সাপের পা আছে ইত্যাদি। আসলে কোনোটিই সত্যি নয়। এমনকি আমাদের আশপাশে বেশির ভাগ সাপই বিষধর বা ক্ষতিকর নয়। সঠিক তথ্য না জানা ও অতি উৎসাহের কারণে মানুষ সাপ মারতে চায় বলে জানান তিনি।

সাপের কামড় থেকে বাঁচতে সঠিক তথ্য জানার বিকল্প নেই জানিয়ে এই প্রভাষক আরও বলেন, বন বিভাগের পক্ষ থেকে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। আরও পরিমার্জনের মাধ্যমে এতে নতুন নতুন বিষয় যুক্ত করা যেতে পারে। কোন হাসপাতালে কত অ্যান্টিভেনম আছে, সে তথ্য অ্যাপে যোগ করা উচিত।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

দৃষ্টিপ্রতিবন্ধি বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে দৃষ্টপ্রতিবন্ধি হযরত আলী দেওয়ানকে (৭৫) কুপিয়ে হত্যার অভি...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

গুলশান-উত্তরা থানায় নতুন ওসিসহ ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর...

পুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশন

জুলাই অভ্যুত্থানের পর সব জায়গায় সংস্কারের দাবি ওঠার পর সরকার বেশ কিছু সংস্কার...

অধিনায়ক হিসেবে সাত চ্যালেঞ্জের মুখে পড়বেন মিরাজ

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাঁধে এখন বড় দায়িত্ব।...

একটি অপূর্ণতা আমাকে এখনো কষ্ট দেয় : সৈয়দ আব্দুল হাদী

সৈয়দ আব্দুল হাদী, দেশের কিংবদন্তির সংগীতশিল্পী। বর্ণাঢ্য ক্যারিয়ারে উপহার দিয়...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়কের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন। সোমবার (...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা সদস্য সচিবের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সদস্য সচিব সুহাইল মাহদীন ওরফে সাদী পদত্...

মুরাদনগরকাণ্ডে নতুন মোড়, মামলা চালাতে চান ভুক্তভোগী নারী

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণকাণ্ডে আলোচিত সেই নারী নিজের আগের সিদ্ধান্ত পরিবর্তন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা