খেলা

নাজমুলের কাছে যে সাহায‍্য চাইলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

কলম্বোর চামড়া পোড়ানো, ঘামে ভেজানো গরম ছাড়া আর কোনো উত্তাপ খুঁজে পাওয়া গেল না সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। পাওয়ার কথাও নয় অবশ্য। নাজমুল হোসেনের টেস্ট নেতৃত্ব ছাড়া নিয়ে আলোচনাটা এখন মূলত দলের বাইরেই। দলের আবহে তার কোনো প্রভাব নেই। নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে পুরো দলের চিন্তায় এখন আগামী ২ জুলাই শুরু ওয়ানডে সিরিজ।

দ্বিতীয় টেস্টটা এক দিন আগে শেষ হয়ে যাওয়ার মন্দের ভালো, ওয়ানডের প্রস্তুতির জন্য একটি বাড়তি দিন পাওয়া। অবশ্য কাল সেই বাড়তি দিনে বিশ্রামে ছিলেন নাজমুল, মিরাজ, লিটন দাসসহ কলম্বো টেস্টে খেলা প্রায় সব ক্রিকেটার। ব্যতিক্রম দুই পেসার ইবাদত হোসেন ও নাহিদ রানা। ওয়ানডে দলে যোগ দেওয়া ক্রিকেটারদের সঙ্গে টেস্ট দলের এই দুজনও ছিলেন কাল সিংলিজ স্পোর্টস ক্লাব মাঠের অনুশীলনে।

বেলা ২টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত দুই ঘণ্টার অনুশীলনে ওয়ার্মআপ থেকে শুরু করে নেটে ব্যাটিং-বোলিং, ফিল্ডিং প্র্যাকটিস-সবই হয়েছে। টেস্ট দলের ক্রিকেটারদের ফ্লাইট আজ, এই সুযোগে ওয়ানডে দলে না থাকা ইবাদতও নেটে দীর্ঘ সময় বোলিং করেছেন। যদিও মোস্তাফিজুর রহমান, তানজিম হাসানদের মধ্যে পেস বোলিং কোচ শন টেইটের মনোযোগের কেন্দ্রে ছিলেন চোট কাটিয়ে ফেরা পেসার তাসকিন আহমেদ। নেটে প্রায় প্রতিটি বলের আগেই তাঁকে কিছু না কিছু পরামর্শ দিয়েছেন টেইট।

পেসারদের মধ্যে হাসান মাহমুদ আর নাহিদ রানা ছিলেন না টেইটের নেটে। অনুশীলনে কাল বোলিংই করেননি কাঁধের আড়ষ্টতার জন্য দ্বিতীয় টেস্টে না খেলা হাসান মাহমুদ ও দুই টেস্টেই খেলা আরেক পেসার নাহিদ রানা। কাঁধের অবস্থা বুঝতে হাসান মাহমুদের মৃদু হাত ঘোরানোর পর্বে সঙ্গী ছিলেন ফিজিও বায়েজিদুল ইসলাম ও কন্ডিশনিং কোচ নাথান কেলি, কখনো কখনো দলের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী। সঙ্গে আরও কিছু ছোটখাটো পরীক্ষায় তাঁর কাঁধের অবস্থা আগের চেয়ে ভালো মনে হয়েছে তাঁদের কাছে। আজ নেটে পুরোদমে বোলিং করার চেষ্টা করবেন হাসান মাহমুদ। নাহিদ রানা বোলিং না করলেও নেটে ব্যাটিং করেছেন।

ওয়ানডে সিরিজের আগে দলে চোট-আঘাতের আর কোনো সমস্যার কথা শোনা যায়নি। নাজমুল হোসেনের টেস্ট নেতৃত্ব ছাড়া নিয়েও দলে কোনো আলোচনা নেই। নাজমুলের নিজের পুরো মনোযোগও এখন ওয়ানডে সিরিজের দিকে, অধিনায়কত্বটা মেহেদী হাসান মিরাজের কাঁধে ওঠায় যেখানে তিনি খেলবেন শুধুই নির্ভার একজন ব্যাটসম্যান হিসেবে।

মিরাজের সঙ্গে নাজমুলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই আছে সব সময়। বিসিবির সাম্প্রতিক অধিনায়কত্ব বদল নাটকের প্রভাবে সেটিতে চিড় ধরার আপাতত কোনো শঙ্কা দেখা যাচ্ছে না। এ ক্ষেত্রে মিরাজের দিক থেকে বাড়তি উদ্যোগ আছে যেন নাজমুলের মনে অধিনায়কত্ব হারানো নিয়ে কোনো অস্বস্তি না থাকে।

নাজমুলকে ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরানোর প্রক্রিয়াটি যে প্রশ্নবিদ্ধ, তা না বোঝার কথা নয় মিরাজেরও। কিন্তু দায়িত্ব যখন পেয়েছেন, সেটি তো পালন করতেই হবে। আর সে কাজে সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক নাজমুলকেই সবচেয়ে বড় সুহৃদ হিসেবে পাশে চাইছেন মিরাজ।

গল টেস্টে মিরাজ খেলেননি অসুস্থতার কারণে। তবে গলের পর্বটাকে তিনি কাজে লাগিয়েছেন অন্যভাবে। টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পাকাপাকিভাবে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁর অভিষেক হবে এই সিরিজেই। ওয়ানডে দল আর ওয়ানডের পরিকল্পনা নিয়ে তাই গল থেকেই নাজমুলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি, যেটির ধারাবাহিকতা আছে কলম্বোতেও।

বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছে, গলে মিরাজ নিজ থেকেই নাজমুলকে বলেছেন দল পরিচালনায় তাঁকে সাহায্য করতে। আকস্মিক নেতৃত্ব হারানোর আগে ওয়ানডে দল নিয়ে নাজমুল কী পরিকল্পনায় এগোচ্ছিলেন, সে ব্যাপারে ধারণা নেওয়ার পাশাপাশি চেয়েছেন তাঁর পরামর্শ। নাজমুলের প্রতি মিরাজের আহ্বানের লেখ্য রূপ অনেকটা এ রকম দাঁড়ায়, ‘দেখি, আমরা দুজন মিলে দলটাকে আবার ভালো অবস্থায় আনতে পারি কি না…।’

ওয়ানডে বাংলাদেশ দল সর্বশেষ খেলেছে গত ফেব্রুয়ারিতে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে। তার আগে গত বছরের ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফর এবং নভেম্বরে শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ধরলে সর্বশেষ আটটি ওয়ানডেতে বাংলাদেশের জয় মাত্র একটিতে। সেটিও আফগানিস্তানের কাছে ২-১–এ হারা সিরিজে।

ব্যর্থতার এই ছবি অতি সাম্প্রতিক পারফরম্যান্সের। আরও পেছন ফিরে গেলে দেখবেন, ওয়ানডেতে একসময় যেকোনো দলকেই চোখ রাঙানো বাংলাদেশ দল এ সংস্করণে ধার হারিয়েছে অনেক আগেই। বিসিবির হুট করে ওয়ানডে নেতৃত্ব বদলের সিদ্ধান্ত সে কারণেই। অধিনায়ক বদলে যদি দলটাকে আবার ফেরানো যায় সাফল্যের পথে।

যার পার্শ্বপ্রতিক্রিয়া পরশু টেস্ট সিরিজের পর নাজমুলের টেস্ট নেতৃত্ব ছাড়ার ঘোষণা। নাজমুল এমন কিছু করতে পারেন, সেটা অনুমান করতে পারায় বিসিবির ‘দূত’ হয়ে ২৭ জুন সন্ধ্যায় কলম্বো আসেন ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীন। কাল জানা গেছে, কলম্বোয় এসে সে রাতেই নাজমুল হোসেনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। নাজমুল তখনো তাঁকে নিজের সিদ্ধান্তে অটল থাকার কথাই জানিয়েছেন, যদিও বলেননি, পরদিনই ঘোষণা দেবেন নেতৃত্ব ছাড়ার।

পরশু সিরিজ শেষে টেস্টের পারফরম্যান্স পর্যালোচনায় বসেছিলেন খেলোয়াড় ও কোচিং স্টাফ সদস্যরা, ছিলেন ক্রিকেট পরিচালনা প্রধানও। টেস্ট ক্রিকেট থেকে আপাতত ৫-৬ মাসের বিরতিতে যাচ্ছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার সিরিজের পারফরম্যান্স নিয়ে আলোচনার পাশাপাশি আগামী কয়েক মাসের করণীয় নিয়েও কথা বলেছেন সবাই, যেখানে বিদায়ী অধিনায়ক হিসেবে নাজমুল হোসেনের বক্তব্যই ছিল মূল আকর্ষণ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সকাল থেকেই জাপার কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে...

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিন প্রেসিডেন্ট

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে...

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগ অবৈধ...

নুরুল হকের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন...

নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী...

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন রাশেদ খান

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্...

নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী...

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩২ বস্তা টাকা

আবারও খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স। এবার মসজিদটির দানবাক্সে পাওয়া গেছে ৩...

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়ে...

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৪৪, ভারত ৮৭

স্ট্যান্ডার্ড নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও ফিফা আলাদা র‌্যাঙ্কিং প্রক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা