খেলা

হঠাৎ অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক

আগের ম্যাচেও বাংলাদেশ বেশ ভালো ফলাফল নিয়ে মাঠ ছেড়েছিল। নাজমুল হোসেন শান্ত নিজেও দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, গড়েছিলেন ইতিহাস। সেই শান্ত এবার কলম্বো টেস্টের পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। তাতে নানা রকম প্রশ্ন উঠতে শুরু করে। তবে সে প্রশ্নের ডালপালা মেলার আগেই উত্তরটা দিয়েছেন শান্ত। জানিয়েছেন, কেন এভাবে অধিনায়কত্বটা ছেড়ে দিচ্ছেন তিনি।

তিনি শনিবার (২৮ জুন) কলম্বোয় সংবাদ সম্মেলনে জানান, অধিনায়ক হিসেবে না থাকার কারণটা ব্যক্তিগত কিছু নয়। শান্তর কথা, ‘আমি টেস্ট ফরম্যাটের অধিনায়ক হিসেবে আর কন্টিনিউ করতে চাই না। আমি একটা বিষয় পরিষ্কারভাবে বলতে চাই। এটা ব্যক্তিগত কোনো কিছু না। দলের ভালোর জন্য এই সিদ্ধান্তটা আমি নিয়েছি। আমি মনে করি এটাতে দলের ভালো কিছুই হবে।’

শান্ত ২০২৩ বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন। তিন ফরম্যাটের নেতৃত্ব ছিল তার হাতে। তবে গেল বছরের শেষ দিকে তিনি টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেন। তার আশা ছিল বাকি দুই দীর্ঘতর ফরম্যাটের নেতৃত্বটা তার হাতেই থাকবে।

তবে শ্রীলংকা সফর শুরুর আগে তিনি জানতে পারেন, ওয়ানডের নেতৃত্বটা আর তার হাতে নেই। মূলত তখন থেকেই টেস্টের নেতৃত্ব ছাড়ার কথা ভাবতে থাকেন তিনি। বিষয়টা জানান ক্রিকেট অপারেশন্সকেও।

শান্তর অভিমত, তিন অধিনায়কের ফর্মুলায় বিশ্বাস নেই তার। মূলত তার অধিনায়কত্ব ছাড়ার কারণ এটাই। তিনি বলেন, ‘এই ড্রেসিং রুমটাতে শেষ অনেক দিন ধরে, একটা লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে। আমি মনে করি না যে তিন ফরম্যাটের তিন অধিনায়ক ড্রেসিং রুমে থাকাটা যৌক্তিক। এটা আমার ব্যক্তিগত মতামত। বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন। সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে।’

তবে বোর্ডের তিন অধিনায়ক রাখার কৌশল নিয়ে তিনি কিছু বলতে নারাজ। এ বিষয়ে তিনি জানান, ‘এটা আমার ব্যক্তিগত মতামত যে তিন ফরম্যাটে তিন অধিনায়ক দলের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে আমি সরে আসছি। যদি বোর্ড মনে করে তিন ফরম্যাটের তিনটা আলাদা অধিনায়ক রাখবে, সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত।’

তবে ওয়ানডের অধিনায়কত্ব হারানোর হতাশা বা দুঃখ থেকে টেস্টের নেতৃত্ব ছাড়েননি, সেটা পরিষ্কার জানিয়ে দেন শান্ত। তিনি বলেন, ‘আমি আশা করবো কেউ যেন এটা মনে না করেন যে এটা আমি ব্যক্তিগত কোনো কিছু থেকে বা মন খারাপ বা রাগ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছি। এটা আমি পরিষ্কার করলাম। এটা স্রেফ দলের ভালোর জন্য আর এর পেছনে ব্যক্তিগত কোনো কিছু নেই।’

শান্তর অধীনে বাংলাদেশ টেস্ট খেলেছে ১৪টি। তার ভেতরে ৪টিতে জিতেছে দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ১টি, পাকিস্তানের বিপক্ষে ২টি আর জিম্বাবুয়ের বিপক্ষে ১টি ম্যাচ জিতেছে দলটা। এদিকে ওয়ানডে ফরম্যাটে ১৩ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৪টি ম্যাচে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদকবিরোধী অভিযানকালে ভিডিও করায় ‘অশালীন ভঙ্গি’, দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান চলাকালে স্থানীয় লোকজন ভিডিও ধারণ করায় প...

সোহরাওয়ার্দীতে মিছিল নিয়ে যাচ্ছেন নেতা–কর্মীরা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে ‘জাতীয় সমাবেশ...

গাজায় ইসরায়েলের আচরণ গ্রহণযোগ্য নয়: জার্মান চ্যান্সেলর

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সমালোচনা কর...

সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতের আমির নিহত

খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাইদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রব...

ড. ইউনূস কেন নতুন সংবিধান রচনার বদলে সংস্কারের পথে এগোলেন, প্রশ্ন ফরহাদ মজহারের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কেন নতুন সংবিধান রচনার বদলে সংস্কারের পথে এ...

ইংল্যান্ডে তুমুল জনপ্রিয় সূর্যবংশী

ভারতের পুরুষ ও নারী জাতীয় ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৯ দল একই সঙ্গে ইংল্যান্ড সফর...

অবশেষে প্রেমে পড়লেন ৪২ বছরের ভার্জিন স্কুলশিক্ষক...

দেখার পর সিনেমাটির অনেকগুলো দৃশ্য চোখে ভাসতে থাকবে, তা নিশ্চিত। কফি হাউসের সা...

আগস্টে কলকাতায় নূরুজ্জামানের ‘মাস্তুল’

ভারতের ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় নির্বাচিত হয়েছে ঢাকার সিনেমা &lsquo...

দুই পেনাল্টি মিস করেও ইউরোর সেমিফাইনালে স্পেন

মেয়েদের ইউরোর কোয়ার্টার ফাইনালে দুটি পেনাল্টি মিস করেও দারুণ এক জয় পেয়েছে স্প...

অন্যের স্ত্রী নিয়ে পার্কে ঘুরতে গিয়ে এসআই ক্লোজড

পার্কে অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে হাতেনাতে ধরা পড়া বরিশাল মেট্রোপলিটন কা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা