খেলা

হঠাৎ অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক

আগের ম্যাচেও বাংলাদেশ বেশ ভালো ফলাফল নিয়ে মাঠ ছেড়েছিল। নাজমুল হোসেন শান্ত নিজেও দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, গড়েছিলেন ইতিহাস। সেই শান্ত এবার কলম্বো টেস্টের পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। তাতে নানা রকম প্রশ্ন উঠতে শুরু করে। তবে সে প্রশ্নের ডালপালা মেলার আগেই উত্তরটা দিয়েছেন শান্ত। জানিয়েছেন, কেন এভাবে অধিনায়কত্বটা ছেড়ে দিচ্ছেন তিনি।

তিনি শনিবার (২৮ জুন) কলম্বোয় সংবাদ সম্মেলনে জানান, অধিনায়ক হিসেবে না থাকার কারণটা ব্যক্তিগত কিছু নয়। শান্তর কথা, ‘আমি টেস্ট ফরম্যাটের অধিনায়ক হিসেবে আর কন্টিনিউ করতে চাই না। আমি একটা বিষয় পরিষ্কারভাবে বলতে চাই। এটা ব্যক্তিগত কোনো কিছু না। দলের ভালোর জন্য এই সিদ্ধান্তটা আমি নিয়েছি। আমি মনে করি এটাতে দলের ভালো কিছুই হবে।’

শান্ত ২০২৩ বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন। তিন ফরম্যাটের নেতৃত্ব ছিল তার হাতে। তবে গেল বছরের শেষ দিকে তিনি টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেন। তার আশা ছিল বাকি দুই দীর্ঘতর ফরম্যাটের নেতৃত্বটা তার হাতেই থাকবে।

তবে শ্রীলংকা সফর শুরুর আগে তিনি জানতে পারেন, ওয়ানডের নেতৃত্বটা আর তার হাতে নেই। মূলত তখন থেকেই টেস্টের নেতৃত্ব ছাড়ার কথা ভাবতে থাকেন তিনি। বিষয়টা জানান ক্রিকেট অপারেশন্সকেও।

শান্তর অভিমত, তিন অধিনায়কের ফর্মুলায় বিশ্বাস নেই তার। মূলত তার অধিনায়কত্ব ছাড়ার কারণ এটাই। তিনি বলেন, ‘এই ড্রেসিং রুমটাতে শেষ অনেক দিন ধরে, একটা লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে। আমি মনে করি না যে তিন ফরম্যাটের তিন অধিনায়ক ড্রেসিং রুমে থাকাটা যৌক্তিক। এটা আমার ব্যক্তিগত মতামত। বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন। সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে।’

তবে বোর্ডের তিন অধিনায়ক রাখার কৌশল নিয়ে তিনি কিছু বলতে নারাজ। এ বিষয়ে তিনি জানান, ‘এটা আমার ব্যক্তিগত মতামত যে তিন ফরম্যাটে তিন অধিনায়ক দলের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে আমি সরে আসছি। যদি বোর্ড মনে করে তিন ফরম্যাটের তিনটা আলাদা অধিনায়ক রাখবে, সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত।’

তবে ওয়ানডের অধিনায়কত্ব হারানোর হতাশা বা দুঃখ থেকে টেস্টের নেতৃত্ব ছাড়েননি, সেটা পরিষ্কার জানিয়ে দেন শান্ত। তিনি বলেন, ‘আমি আশা করবো কেউ যেন এটা মনে না করেন যে এটা আমি ব্যক্তিগত কোনো কিছু থেকে বা মন খারাপ বা রাগ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছি। এটা আমি পরিষ্কার করলাম। এটা স্রেফ দলের ভালোর জন্য আর এর পেছনে ব্যক্তিগত কোনো কিছু নেই।’

শান্তর অধীনে বাংলাদেশ টেস্ট খেলেছে ১৪টি। তার ভেতরে ৪টিতে জিতেছে দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ১টি, পাকিস্তানের বিপক্ষে ২টি আর জিম্বাবুয়ের বিপক্ষে ১টি ম্যাচ জিতেছে দলটা। এদিকে ওয়ানডে ফরম্যাটে ১৩ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৪টি ম্যাচে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

করাইল বস্তিতে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে আদনান সাহিল

করাইল বস্তির সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে খাদ্যসহ...

পেট্রলে দগ্ধ আল আমিন ঢাকায় স্থানান্তর

সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করে মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছেন ময়...

বালুভর্তি ট্রাকের রাজত্বে ধুলায় অতিষ্ঠ কমলগঞ্জবাসী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার–ভৈরবগঞ্জ–মিরতিংগা চাবাগা...

নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ ও দত্তেরহাট শাখা থেকে ১০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আ...

দেশি–বিদেশি ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে কমলগঞ্জে ম্যারাথন

মৌলভীবাজারের কমলগঞ্জে দেশি–বিদেশি ৭৫০ দৌড়বিদ নিয়ে অনুষ্ঠিত হলো ‘ছ...

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা ব...

দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি...

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: আহমেদ আযম খান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুব ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দল...

র্দীঘ ১১মাস ধরে ঘরবন্দী অসহায় এক পরিবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি দখলে নিতে ১১ মাস ধরে একটি পরিবারকে ঘরবন্দী করে রা...

শিক্ষকদের আন্দোলন: লক্ষ্মীপুরে দেড় ঘন্টা পর পরীক্ষা শুরু

দেশব্যাপী চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। লক্ষ্মীপুরেও শিক্ষকরা আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা