বিনোদন

শাকিবের প্রশংসায় পঞ্চমুখ বুবলী

বিনোদন প্রতিবেদক

এই সময়ে বাংলার নায়ক বলতে তো একজনই ঢালিউডের কিং শাকিব খান। কারণ এ বাংলা চলচ্চিত্রে আর কোনো তার প্রতিদ্বন্দ্বী খুঁজেই পাওয়া যাচ্ছে না। এ অভিনেতা একের পর এক অ্যাকশন সিনেমায় অভিনয় করে সিনেমা দর্শকদের মাতিয়ে রেখেছেন। এর পাশাপাশি তার আউটলুক তাক লাগিয়ে দিচ্ছে ভক্ত-অনুরাগীদের। ঈদে মুক্তির অপেক্ষায় 'তাণ্ডব'। এ নিয়ে এমনিতেও শাকিব খান আলোচনায় আছেন। এবার 'তাণ্ডব'-এর তাণ্ডব ঘটিয়ে নতুন লুকে হাজির হচ্ছে তিনি। এ নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় উঠেছে। শুধু ভক্ত-অনুরাগীরাই নয়, শাকিব খানের হৃদয়ের অতীত শবনম বুবলীও তাকে প্রশংসায় ভাসালেন।

কুরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যে প্রকাশ হওয়া সিনেমাটির। সিনেমার টিজারে শাকিবের দলবদ্ধ তাণ্ডবে মুগ্ধ সিনেমাপ্রেমীরা। 'তাণ্ডব' সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

এ সিনেমায় শাকিব খানকে দুর্দান্ত অ্যাকশন হিরো রূপে দেখা গেলেও পর্দার বাইরে কিং খান যে গ্ল্যামার ও ব্যক্তিত্বের অনন্য ছাপ দিচ্ছেন, তা বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ-সদ্যই বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন শাকিব খান। এমন সুসংবাদের মাঝে নতুন রূপে ধরা দিলেন কিং।

গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, এক ফরমাল-গ্ল্যামার লুকে। ডার্ক ব্লাক স্যুটের ওপর কালো ঝলমলে কোট। চোখে সানগ্লাস আর বুকে ‘SK’ লেখা ব্রোচ-সব কিছু মিলিয়ে শাকিব খান যেন জ্বলে উঠলেন চোখ ধাঁধানো এক নক্ষত্র হয়ে। সেই পোস্টের ক্যাপশনে শাকিব খান লিখেছেন-শান্ত ব্যক্তিদের ঝড়ের চেয়েও বেশি জোরে কথা বলতে দিন।

শাকিব খানের সেই পোস্টটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে পড়ে। নায়কের ভক্ত-অনুরাগীরাও তা শেয়ার করে শাকিব খানের লুকের প্রশংসা করছেন। ভক্তদের এমনও দাবি-বলিউডের খানদের সঙ্গে শাকিব খানকে এখন আর আলাদা করা যায় না। শুধু ভক্ত-অনুরাগীরাই নয়; শাকিব খানের একসময়ের হৃদয়ের রানী শবনম বুবলীও প্রশংসা করেছেন।

শাকিবের সেই পোস্টটি শেয়ার করে বুবলী লিখেছেন-'আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে যিনি ২৫ বছর ধরে অবদান রেখে চলেছেন।' সঙ্গে সেই সম্মাননা পাওয়া নিয়ে অভিনন্দনও জানান বুবলী।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। সেখানে অনুষ্ঠানের বড় চমক ছিলেন শাকিব খান। ঢালিউডে এ তারকা ২৫ বছর ধরে চলচ্চিত্রশিল্পে অবদান রেখে চলেছেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ এক বর্ণাঢ্য কর্মজীবনের রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান।

এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজের দীর্ঘ ক্যারিয়ারে উত্থান-পতনসহ নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন শাকিব খান। কিং খান বলেন, ২৫ বছর পার হয়ে গেছে। এই ২৫ বছরে এত ভাঙাগড়া দেখেছি চলচ্চিত্রে, এত রং দেখেছি জীবনের-কখনো খুব উচ্ছ্বসিত হয়েছি, আবার কখনো অবাক হয়েছি। কখনো খুব দুঃখিত হয়েছি, আবার কখনো রোমাঞ্চিত হয়েছি। আবার অনেক সময় অনেক কষ্টের সাগরেও ভেসেছি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথম পরীক্ষায় ‘এ’ গ্রেড রিশাদের

রিশাদ হোসেন পরীক্ষায় কেমন করলেন? পিএসএল এখনো শেষ হয়নি। ফাইনাল বাকি। তবে ফাইনা...

ওয়ানডেতে ক্যারিবীয় তারকার দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টির প্রবল জনপ্রিয়তার যুগে রেকর্ড ভাঙার ব্যাপক প্রতিযোগিতায় মেতে উঠতে...

আধা ঘণ্টায় রেকর্ড ১ কোটি ১৪ লাখ হিট, এক ঘণ্টায় টিকিট শেষ

আগামী ৭ জুনকে ঈদুল আজহার দিন ধরে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি...

উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতাকে ৫ বছরে প্রলম্বিত করতে চান

উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতাকে পাঁচ বছরের জন্য প্রলম্বিত করতে চান বলে মন্...

একনেক বৈঠক শেষ, উপদেষ্টাদের অনির্ধারিত বৈঠক শুরু

কয়েক দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন অন্তর্বর্...

দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত...

ওয়ানডেতে ক্যারিবীয় তারকার দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টির প্রবল জনপ্রিয়তার যুগে রেকর্ড ভাঙার ব্যাপক প্রতিযোগিতায় মেতে উঠতে...

বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন

জনপ্রিয় বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন। দিনকয়েক ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভ...

শবনম মুশতারী ও আনোয়ারুল হক পাচ্ছেন ‘নজরুল পুরস্কার’

নজরুল সংগীত-চর্চা ও প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ গবেষক ও অধ্যাপক আ...

একনেক বৈঠক শেষ, উপদেষ্টাদের অনির্ধারিত বৈঠক শুরু

কয়েক দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন অন্তর্বর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা