নোয়াখালীর সুবর্ণচরে এক ব্যবসায়ীকে গভীর রাতে ডেকে মারধর ও ৩ লক্ষ টাকা লুটের অভিযোগ উঠেছে সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে। ভুক্তভোগী মোশাররফ মাঝি চর জব্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (২৪ নভেম্বর) রাত ১টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের কাটাখালী ঘাট সংলগ্ন কালাম সওদাগরের দোকানের সামনে ঘটেছে।
ভুক্তভোগী অভিযোগ করেন, তিনি ব্যবসার জন্য ঘাট সংলগ্ন ৩৭৫ শতাংশ জমি এক বছরের জন্য বন্ধক নেন। তবে আব্দুল রতন বেপারী জোরপূর্বক সেই জায়গা ব্যবহার করে নদী থেকে মালামাল ওঠানামা করছিলেন। তাকে বাধা দেওয়ায় আসামিরা হুমকি দেয়। একদিন আগে তাকে “দেখে নেওয়ার” হুমকি দেওয়া হয় এবং পরদিন গভীর রাতে “সমাধান” করার কথা বলে তাকে দোকান থেকে ডেকে নিয়ে আসে।
অভিযোগ অনুযায়ী, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা ৩ লক্ষ টাকা লুট করে নেয়। পরে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
প্রধান অভিযুক্ত রতন বেপারী অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া অন্যান্য অভিযুক্তরা সংবাদকর্মীদের সামনে কোনো মন্তব্য করেননি এবং লুটপাটের ঘটনার বিষয়টি অস্বীকার করেছেন।
আমারবাঙলা/এসএ