সদর ও বন্দর এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
গত ৩ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য মাসুদুজ্জামান মাসুদকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন। ঘোষণার পর থেকেই মাসুদুজ্জামান মাসুদ ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।
তবে গত ১৬ ডিসেম্বর তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এরপর গত ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানকে কেন্দ্রীয় কার্যালয়ে ডেকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাকে প্রার্থী হিসেবে প্রশিক্ষণ ও দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।
অপরদিকে, ৩ নভেম্বর ঘোষিত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ পুনরায় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এখন পর্যন্ত দল থেকে মনোনীত একমাত্র প্রার্থী তিনিই।
দুই মনোনয়নপ্রত্যাশীর এমন বিপরীত ঘোষণায় নারায়ণগঞ্জ-৫ আসনে ভোটার ও নেতাকর্মীদের মধ্যে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
আমারবাঙলা/এসএবি