সংগৃহীত
সারাদেশ

চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

রাজশাহী ব্যুরো

ট্রেনের বগি লাইনচ্যুতির চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। উদ্ধার হয়েছে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উদ্ধারের পর বেলপুকুর থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেন চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করে সাড়ে ৬টার দিকে বেলপুকুর রেলগেটে পৌঁছালে চার নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের কয়েক জায়গা ভেঙে গেছে। একই সঙ্গে স্লিপারের সঙ্গে রেললাইনকে আটকানো হুকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে একটির পর একটি হুক তুলে মেরামত করা হয়। এর আগে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ক্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।

জানা গেছে, তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হলে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি ও সিল্কসিটি এক্সপ্রেসসহ তিনটি ট্রেন বন্ধ করে দেওয়া হয়। এতে করে স্টেশনে থাকা যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। তবে রেল সংশ্লিষ্টরা বলছেন, লাইনচ্যুত হওয়া বকি উদ্ধার হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পর্যায়ক্রমে সব ট্রেন এখন ছেড়ে যাবে।

সবুজ ইসমালসহ কয়েকজন ট্রেনে যাত্রী বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বেলপুকুর এলাকায়া লাইনচ্যুত হয়ে বিকট শব্দ হয়। প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে। এতে করে লাইনচ্যুত হওয়া বগিটির মধ্যে ধুয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিছুক্ষণ পরে ট্রেনটি থেমে যায়। পরে যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন।

রেল বিভাগ জানিয়েছে, ১১টি বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে সকালে। পথে বেলপুকুর এলাকায় আসলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি থেমে যায়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে।

পাকশী রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল ট্রান্সপোর্ট ম্যানেজার হাসিনা খাতুন বলেন, ট্রেনটি উদ্ধারের পরে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। কেন বগি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

বিশিষ্ট নজরুল-সঙ্গীত শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃত...

ঢাকায় পরপর ৩ দিন ৩ দলের সমাবেশ

বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনের সরকার...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

হিটলারের মৃত্যু কীভাবে হয়েছিল, নতুন তথ্য

এডলফ হিটলার সারাবিশ্বে পরিচিত নাম। তিনি ছিলেন স্বৈ...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন  ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা