চীন থেকে ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ হিসেবে ঘোষিত একটি কনটেইনারে লুকিয়ে আনা আমদানি নিষিদ্ধ ঘনচিনি (সোডিয়াম সাইক্লাইমেট) জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার (১০ ডিসেম্বর) জানায়, চট্টগ্রাম কাস্টমসের বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে চালানটি আটকে দেয়।
সূত্র জানায়, ঢাকার কেরাণীগঞ্জের ‘এজাজ ট্রেডিং’ নামে প্রতিষ্ঠানটি চীন থেকে ২২ হাজার ৮৮ কেজি পণ্য আমদানি করে। গত ২১ অক্টোবর বন্দরে পৌঁছানো চালানটিতে কাস্টমসের সন্দেহ হলে খালাস কার্যক্রম স্থগিত করা হয়। পরে ৬ নভেম্বর কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের পাশাপাশি অন্য ধরনের পণ্য পাওয়া যায়। নমুনা পরীক্ষার জন্য কাস্টমসের রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হলে ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’-এর সঙ্গে নিষিদ্ধ ‘সোডিয়াম সাইক্লাইমেট’ থাকার প্রমাণ মিলেছে।
কাস্টমসের উপ-কমিশনার তারেক মাহমুদ জানান, কনটেইনারটিতে ৪ হাজার ২০০ কেজি ঘনচিনি এবং ১৭ হাজার ৮০০ কেজি পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাওয়া গেছে। সরকারের আমদানি নীতি আদেশ ২০২১–২৪ অনুযায়ী ঘনচিনি সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় আগেও দুটি পৃথক অভিযানে গত ১৬ সেপ্টেম্বর ও ২৮ অক্টোবর মোট ১০০ টন ঘনচিনি আটক করেছিল কাস্টম হাউস চট্টগ্রাম।
আমারবাঙলা/এনইউআ