সংগৃহীত
সারাদেশ

এক ঘণ্টার দুধের বাজার 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুর পৌর উত্তর সাহাপাড়া মহল্লায় শিশুপার্ক চত্বরে বসে ‘এক ঘণ্টার দুধের বাজার’। প্রায় চার বছর ধরে সেখানে দুধের বাজার বসানো হচ্ছে। এর আগে বাজারটি ছিল শহরের সান্যালপাড়া সড়কের উপর। পরে বাজারটিকে শিশুপার্ক চত্বরে আনা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দুই শতাধিক কৃষক বা খামারি এ বাজারে নিয়মিত দুধ বিক্রি করেন। প্রতিদিন এক ঘণ্টা সময়েই ৩০-৩৫ হাজার লিটার দুধ কেনাবেচা হয় বাজারটিতে। বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে তিন শতাধিক দই ও মিষ্টি ব্যবসায়ী এই বাজারে নিয়মিত দুধ কিনতে আসেন।

শেরপুর পৌরসভার অধীন দুধের বাজারটির ইজারা পেয়েছেন রায়হান রহমান। তিনি বলেন, এটি মূলত এক ঘণ্টার বাজার। এই সময়ের মধ্যে বাজারে ৩০-৩৫ হাজার লিটার দুধ কেনাবেচা হয়। শেরপুর উপজেলার পাশাপাশি বগুড়া সদর, শাজাহানপুর ও নন্দীগ্রাম উপজেলার অন্তত তিন শতাধিক দই ও মিষ্টি ব্যবসায়ী এই বাজারে নিয়মিত দুধ কিনতে আসেন। সেখানে প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে শতকরা ৯৫ ভাগ দুধ বিক্রি হয়। অবশিষ্ট পাঁচ ভাগ দুধ বিক্রি চলে বেলা ১টা পর্যন্ত।

শেরপুর উপজেলার কুসুম্বি, গাড়িদহ, খামারকান্দি, খানপুর, মির্জাপুর, শাহবন্দেগী ইউনিয়নের অন্তত ২০০টি গ্রামের কয়েকশ কৃষকের গাভির দুধ বিক্রির জন্য এ বাজারে যান। এ ছাড়া গরুর খামারিরাও এ বাজারে দুধ বিক্রি করেন। কেউ কেউ মালিক বা খামারির কাছে দুধ কিনে সেখানে বিক্রি করেন।

উপজেলার খানপুরের মোবারক হোসেন বলেন, এই দুধের বাজার কেন্দ্র করেই আমার ব্যবসা। সেখানে আসা খামারিদের কাছ থেকে এক-দেড় মণ দুধ কিনি প্রতিদিন। পরে এসব খুচরা পর্যায়ে বিক্রি করে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়। এক ঘণ্টার এই দুধের বাজারে দ্রুতই এসব দুধ বিক্রি হয়। আমি শুধু একা নই, আমার মতো আরো অর্ধশত ব্যক্তি সেখান থেকে দুধ কিনে একই বাজারে বিক্রি করেন। এতে প্রত্যেকের সংসারের ব্যয় মিটছে।

সরেজমিন দেখা যায়, একেকটি ভ্যানে তিন থেকে চারটি করে সিলভারের পাতিল ভরে বিক্রির জন্য দুধ বাজারে তোলা হয়। প্রতিটি ভ্যানে দেড় থেকে তিন মণ দুধ থাকে। বাজারে এমন ভ্যানের সংখ্যা শতাধিক। এসব ভ্যানে বাজারে দুধ বিক্রি করতে আসেন উপজেলার শালফা গ্রামের মো. সুলতান ও তোজাম উদ্দিন, গজারিয়ার মো. মিঠু, নলবাড়িয়া গ্রামের আবদুল লতিফ। তারা জানান, প্রতিদিন তারা ৭০০ থেকে এক হাজার টাকা করে আয় করেন।

মঙ্গলবার বাজারটিতে প্রতি কেজি দুধ বিক্রি হয়েছে ৫০ টাকা দরে। সেখান থেকে শুধু দই ও মিষ্টি তৈরির কারখানার জন্যই দুধ কেনা হয় না। শেরপুর শহরের ৩০০-৪০০ পরিবার নিয়মিতভাবে দুধ কেনেন।

শেরপুর শহরে দই ও মিষ্টি উৎপাদনকারীদের একজন মোহাম্মদ মিঠু। তিনি বলেন, শেরপুর উপজেলায় আড়াই থেকে তিন শতাধিক দই ও মিষ্টি উৎপাদনকারী কারখানা আছে। স্থানীয় এই বাজার থেকে আমরা দুধ কিনে থাকি। শেরপুরের চাহিদার পাশাপাশি পাশের শাহজাহানপুর, বগুড়া সদর ও নন্দীগ্রাম উপজেলা থেকেও অনেক কারখানামালিক বাজারটি থেকে দুধ কিনে থাকেন। প্রতিদিন দুধ কেনার জন্য আমরা বাজার শুরুর অন্তত ২০ মিনিট আগে এখানে আসি।

শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়াজ কাজমীর বলেন, এক ঘণ্টার এই দুধের বাজারটির ব্যাপক পরিচিতি আছে। উপজেলায় বিভিন্ন ধরনের সাত হাজার ২৫০টি দুগ্ধখামার আছে। শেরপুরে প্রতিদিন উৎপাদিত হয় এক লাখ ৭৫ হাজার লিটার দুধ। আর ওই দুধের বাজারে বিক্রির জন্য উঠে ৩০ থেকে ৩৫ হাজার লিটার। এ ছাড়া শেরপুরের দুধ আশপাশের উপজেলাসহ দেশের বেশ কয়েকটি জেলায় যায়।

নিয়াজ কাজমীর আরো জানান, শেরপুরে দই ও মিষ্টি তৈরির কয়েকশ কারখানা আছে। এ কারণে শেরপুরে খামারের সংখ্যা ও দুধ উৎপাদনও বেশি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

বিশিষ্ট নজরুল-সঙ্গীত শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃত...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ঢাকায় পরপর ৩ দিন ৩ দলের সমাবেশ

বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনের সরকার...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

হিটলারের মৃত্যু কীভাবে হয়েছিল, নতুন তথ্য

এডলফ হিটলার সারাবিশ্বে পরিচিত নাম। তিনি ছিলেন স্বৈ...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন  ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা