সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানি জনগণকে যে আহ্বান জানালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক    

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগেও এই ধরনের কথা বলেছিলেন কিন্তু তবুও এবারের কথাগুলো তাৎপর্যপুর্ণ; কারণ যুদ্ধ চলমান।

‘অত্যাচারী শাসনের বিরুদ্ধে এক হোন’, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার এক ভিডিও বিবৃতিতে ইরানি জনগণের প্রতি এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তারা যেন ‘অশুভ ও দমনমূলক শাসনের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। তিনি আরো বলেন, ইসরায়েল বর্তমানে ‘ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক অভিযান’ পরিচালনা করছে।

নেতানিয়াহু বলেন, ‘সময় এসেছে ইরানি জনগণকে তাদের পতাকা ও ঐতিহাসিক উত্তরাধিকারকে ঘিরে একত্রিত হওয়ার। স্বাধীনতার জন্য এই দমনমূলক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়।’

বিবৃতিটি এমন এক সময় এসেছে, যখন ইসরায়েল ইসলামি প্রজাতন্ত্র ইরানে একযোগে ২০০-এর বেশি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলায় নিহত হয়েছেন একাধিক উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক।

নেতানিয়াহু জানান, ‘আমরা বর্তমানে ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক অভিযানের মধ্যে রয়েছি—অপারেশন ‘রাইজিং লায়ন’।

এই অভিযানের মাধ্যমে আমরা কেবল আমাদের লক্ষ্য অর্জন করছি না, বরং আপনাদের স্বাধীনতার পথও পরিষ্কার করছি।’

তিনি বলেন, ‘এই শাসকগোষ্ঠী জানে না তাদের ওপর কী নেমে এসেছে, বা সামনে কী আসছে। তারা কখনোই এতটা দুর্বল ছিল না।’ নেতানিয়াহু আরো বলেন, ‘আমাদের লড়াই হত্যাকারী ইসলামি শাসনের বিরুদ্ধে, যারা আপনাদের দমন করে, আপনাদের দরিদ্র করে রেখেছে।

এখনই সময়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরুন, রুখে দাঁড়ান।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আরো কিছু ঘটবে। যতদিন লাগবে, ইসরায়েল এই অভিযান চালিয়ে যাবে।’

অন্যদিকে ইরান এই হামলাকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে মন্তব্য করেছে এবং পাল্টা হামলায় ‘জাহান্নামের দরজা’ ইসরায়েলের ওপর খুলে দেওয়ার হুমকি দিয়েছে।

প্রথমে ইরান প্রায় ১০০টি ড্রোন ইসরায়েলের দিকে পাঠায়, যেগুলোর অনেকগুলোই দেশটিতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়।

এরপর ছোড়া হয় ডজনখানেক ক্ষেপণাস্ত্র, যার কিছু ইসরায়েলের শহরগুলোতে আঘাত হানে। এতে এখন পর্যন্ত বহু আহত এবং একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থাগুলো। বিশ্বজুড়ে এই সংঘর্ষ ঘিরে বাড়ছে উদ্বেগ, আর তীব্র হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা।

সূত্র : এএফপি

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ই-সিগারেট উৎপাদন নিষিদ্ধের নির্দেশনায় সরকারের প্রতি বাংলাদেশ তামাক বিরোধী জোটের কৃতজ্ঞতা

দেশে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS) উৎপাদনের অনুমতি...

বুবলীর চমক,অন্য রকম জীবন

গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’ শুরু হলো ‘ম...

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

টানা বৃষ্টি ও আর পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ডুবে গেছে রাঙামাটির আইক...

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, একাধিক দেশে সুনামি সতর্কতা

রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘা...

সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা