প্রতি বছর ক্রিকেটারদের পারফরম্যান্স বিশ্লেষণ করে একটি রেফারেন্স বই প্রকাশ করে ‘উইসেডন’। চলতি বছর ‘উইসডেন ক্রিকেটার্স অ্যালমানাক’ নামের এই বার্ষিক প্রকাশনাটির মোড়ক উন্মোচন হয়েছে আজ মঙ্গলবার (২২ এপ্রিল)। এই রেফারেন্স বইয়ে বছরের সেরা ক্রিকেটারদের নাম প্রকাশসহ ক্রিকেট সংশ্লিষ্ট বহুল আলোচিত অন্যান্য ঘটনাবলি নিয়েও লেখা হয়।
যুক্তরাজ্য থেকে প্রকাশিত লরেন্স বুথ সম্পাদিত এই প্রকাশনায় এবার সেরা ক্রিকেটারদের পাঁচ ভাগে ভাগ করা হয়েছে।
সেরা পুরুষ ক্রিকেটার: ভারতের তিন ফরম্যাটের ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ ২০২৫ সালের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ২০২৪ সালে অসাধারণ পারফরম্যান্স করে এই সম্মাননা অর্জন করেন বুমরাহ। প্রথম টেস্ট বোলার হিসেবে ২০ রানের কম গড়ে রান দিয়ে ২০০ উইকেট শিকারের রেকর্ড করেছিলেন তিনি। বুমরাহ ২০২৪ সালে মোট ৭১টি টেস্ট উইকেট নিয়েছেন ১৫-এরও কম গড়ে। একইসাথে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতাতে মুখ্য ভূমিকা পালন করেন।
সেরা নারী ক্রিকেটার: নারীদের ক্যাটাগরিতে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন আরেক ভারতীয় স্মৃতি মান্ধানা। ২০২৪ সালে সব ফরম্যাট মিলিয়ে ১৬৫৯ রান করেন তিনি; যা নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ। এর মধ্যে ছিল চারটি ওডিআই সেঞ্চুরি আরেকটি রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্টে ১৪৯ রান করে ভারতের ১০ উইকেটের জয়েও বড় ভূমিকা রাখেন।
সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়: ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরান বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। নিজেকে টি-টোয়েন্টি ক্রিকেটের শিশু ঘোষণা করা এই ক্যারিবিয়ান ২০২৪ সালে মোট ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মাত্র প্রতি পাঁচ দিনে একটি করে ম্যাচ। রানও করেছেন প্রচুর।
পাঁচ বর্ষসেরা ক্রিকেটার: বিশেষ ক্যাটাগরি ছাড়াও আলাদা করে পাঁচজন সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে উইসডেন। এ তালিকার তিনজনই ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল সারে থেকে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ ও ড্যান ওরাল। হ্যাম্পশায়ারের লিয়াম ডসন ও ইংল্যান্ডের নারী স্পিনার সোফি একলস্টোন এই তালিকায় বাকি দুজন।
উইসডেন ট্রফি: বছরের সেরা পারফরম্যান্সের জন্য দেওয়া হয়। এবার এই সম্মাননা দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারকে। ২০২৪ সালে পুণেতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৩ উইকেট নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে লিড নিশ্চিত করেন তিনি। যা ছিল নিজেদের মাটিতে ২০১২ সালের পর ভারতের প্রথম সিরিজ হার। এমনকি ভারতকে ওই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড।
সম্পাদকের বার্ষিক মন্তব্যে বিশ্ব ক্রিকেট প্রশাসন আইসিসি তীব্র সমালোচনা করেন বুথ। বিশেষ করে ডিসেম্বরে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহর আইসিসি চেয়ারম্যান হওয়া এবং পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু বিতর্ক ছিল অন্যতম।
এই বছরের অ্যালমানাকে কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের টেস্ট অবসরকে শ্রদ্ধা জানানো হয়। যিনি ২১ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে রেকর্ড ৭০৪ উইকেট নিয়েছিলেন।
স্মরণ করা হয়েছে ২০২৪ সালে প্রয়াত ইংল্যান্ডের দুই কিংবদন্তি ক্রিকেটার ডেরেক আন্ডারউড এবং গ্রাহাম থর্পকে।
অ্যালমানাকে থর্পের মানসিক স্বাস্থ্য নিয়ে তার স্ত্রী অ্যামান্ডা একটি আবেগঘন লেখা লেখেন- ‘যারা মানসিক রোগে ভোগেন না, তাদের পক্ষে এটা বোঝা খুব কঠিন যে এটা কীভাবে হয়, কেন হয়। সে একজন হাসিখুশি মানুষ ছিল, তাই তার এমনটা হওয়া আমাদের জন্য বড় শিক্ষার বিষয়। সে অনেক থেরাপি ও ওষুধ চেষ্টা করেছিল—সে খুব চেষ্টা করেছিল... কিন্তু লজ্জাবোধে ভুগত। আসলে এটি একটা শারীরিক অসুস্থতা এবং সেটি বাস্তব। আমার কাছে মনে হয়েছে, সে যেন এমন একটি অসুস্থতার কবলে পড়েছিল, যেখান থেকে সে আর বের হতে পারেনি।’
আমারবাঙলা/এমআরইউ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            