আন্তর্জাতিক ডেস্ক: টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রোববার রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ পড়েন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান মোদি। সেখানে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে টানা তিনবার দায়িত্ব পালন করেছিলেন জহরলাল নেহরু। এই তালিকায় এবার যুক্ত হলো মোদির নাম।
মোদির শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথ প্রমুখ।
বলিউড তারকাদের মধ্যে শাখরুখ খান, অক্ষয় কুমার, চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানি প্রমুখ অনুষ্ঠানে হাজির ছিলেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            