বিনোদন

ঈদের ওটিটিতে আলোচিত তিন কনটেন্ট

বিনোদন প্রতিবেদক

ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে নতুনের সমাহার। বাংলাদেশি দর্শকরা দেখতে পারেন, এমন তিনটি প্ল্যাটফর্মে যেসব কনটেন্ট মুক্তি পেয়েছে, সেগুলো নিয়েই এই আয়োজন-

মাইশেলফ অ্যালেন স্বপন ২

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিন্ডিকেট’ সিরিজ থেকেই মূলত ‌‘অ্যালেন স্বপন’ চরিত্রটি দর্শকমহলে আলোচিত। এরপর সেটি পূর্ণ মাত্রায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজে তুলে ধরেন নির্মাতা শিহাব শাহীন। এবার মুক্তি পাচ্ছে এর দ্বিতীয় কিস্তি।

অ্যালেন স্বপনের প্রথম কিস্তির শেষ দৃশ্যে দেখা গিয়েছিল, মুখ ঢাকা একজনের সঙ্গে কথা বলছেন স্বপন। কে সেই মুখ ঢাকা মানুষ? কেনই-বা স্বপনকে খুঁজছিলেন তিনি? এমন আরও কিছু প্রশ্নের জট খুলছে এবারের সিজনে। মুখ্য ভূমিকায় বরাবরের মতো থাকছেন অভিনেতা নাসির উদ্দিন খান।

অন্যদিকে, এই ফ্র্যাঞ্চাইজিতে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন গায়িকা জেফার রহমান। এ ছাড়াও রয়েছেন প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরাও। পাশাপাশি নতুন অভিনয়শিল্পীদেরও দেখা মিলবে।

জিম্মি

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘জিম্মি’। জয়া আহসান অভিনীত প্রথম সিরিজ এটি। এর আগে এই অভিনেত্রীকে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের শেষ পর্ব ‘বেসুরা’তে দেখা গেলেও, পূর্ণ মাত্রায় এবারই প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলেন তিনি। এটি পরিচালনা করেছেন ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ।

সিরিজটির গল্প এগিয়েছে একজন নিম্নপদস্থ সরকারি কর্মচারীকে ঘিরে, যিনি এক দশকেরও বেশি সময় ধরে কোনো প্রমোশন পাননি। সংসারে টানাপোড়েন লেগেই আছে, যদিও তিনি উচ্চাকাঙ্ক্ষী। একদিন অফিসের স্টোররুমে বড় অঙ্কের টাকা ভর্তি একটি বাক্স খুঁজে পান সেই কর্মচারী। এরপরই তার জীবনে নেমে আসে এক অদ্ভুত সংকট। সেই টাকা তাকে কোন পথে নিয়ে যাবে? তিনি কি নিজের জীবন বদলে ফেলার সুযোগ কাজে লাগাবেন নাকি আরও গভীর সমস্যায় জড়িয়ে পড়বেন? সেই চিত্রই ফুটে উঠেছে সিরিজটির পর্দায়। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, প্রান্তর দস্তিদার, এরফান মৃধা শিবলু প্রমুখ।

হাউ সুইট

টিভি নাটকের মতো ওটিটি দুনিয়াতেও ইতিমধ্যে বাজিমাত করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি। এবার ঈদে তার পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে ‍মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। রোমান্স-কমেডি নির্ভর গল্পে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।

ওয়েব ফিল্মটির টিজার-ট্রেলারে বিনোদনধর্মী একটি সিনেমার আভাস পাওয়া গেছে। যদিও গল্প সম্পর্কে তেমন আন্দাজ করা যায়নি। নির্মাতা মূলত এতে সিনেমাটির চুম্বক অংশ তুলে ধরেছেন। টিজারের শুরুতেই দেখা যায়, সদরঘাটে অপূর্ব। এরপরই ফারিণকে দেখা যায় দৌড় দিতে!

এতে অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু প্রমুখ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের আরেকটি বাসার খোঁজ, মিলল নগদ টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আর...

গণভবনই থেকে এসেছিল হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত

জুলাই মাসে ঢাকায় সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক সিদ্ধান্তে হেলিক...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

উলিপুরে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম...

যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌ...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা