সংগৃহীত
বিনোদন

সুস্মিতার সঙ্গে থাকার কারণ জানালেন রোহমন শোল

বিনোদন ডেস্ক

পাঁচবছর আগে বয়সে ১৫ বছরের ছোট মডেল রোহমন শোলের সঙ্গে সম্পর্কে জড়ান ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেন। যদিও সেই সম্পর্ক থিতু হয়নি। বিচ্ছেদের পরও রোহমন শোলকে সুস্মিতার সঙ্গী হয়েও বিভিন্ন জায়গায়তে দেখা যায় নিয়মিত।

কিন্তু কী কারণে? এই প্রশ্নের উত্তের শোল বলেছেন, তিনি কেবল ‘বন্ধু’ হিসেবেই সুস্মিতার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে থাকেন। এ ছাড়া এখন পর্যন্ত তিনি ‘অবিবাহিত’ বলেও জানিয়েছেন এই মডেল।

২০১৮ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ হয়েছিল সুস্মিতা ও শোলের। তার পর বছর তিনেক একসঙ্গে ছিলেন তারা। এর মধ্যে আইপিএলের রূপকার ব্যবসায়ী ললিত মোদীর সঙ্গে সুস্মিতার প্রেম-ডেট-বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যায় জোরেশোরে। মোদী বিয়ের আভাস দিলেও সেই সম্পর্ক ২০২২ সালে ভেঙে দেন সুস্মিতা।

ওই ঘটনার পরপর শোলকে সুস্মিতা ও তার মেয়েদের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখা যায়। তারপর সুস্মিতার হার্ট অ্যাটাক হলেও ওই তরুণকে তার পাশে দেখা গেছে।

সাক্ষাৎকারো শোল বলেন, আমি বন্ধু হিসেবে সুস্মিতার সঙ্গে আছি। তার সঙ্গে সময় কাটাতে উপভোগ করি। প্রেমের সম্পর্ক না থাকলেও সবাই মনে করে যে আমি এখনও তার প্রেমিক।

শোল জানান, কেউ নাকি আর প্রেমের প্রস্তাব দিচ্ছেন না তাকে। কারণ তার নামের সঙ্গে সুস্মিতার মতো বড় তারকার নাম জড়িয়ে রয়েছে। তবে প্রেমে বিশ্বাস হারাননি তিনি। ফের ভালবাসতে, প্রেমে পড়তে রাজি আছেন শোল।

সুস্মিতার সঙ্গে সম্পর্কের কারণে ব্যক্তিগত ক্যারিয়ার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটিও সাক্ষাৎকারে জানিয়েছেন শোল। তিনি বলেন, সুস্মিতার সঙ্গে সম্পর্কের পর আমি মডেলিংয়ের কাজ হারাতে বসি। কারণ নির্মাতা ধরেই নিয়েছিলেস, আমি সিনেমায় চলে আসছি আর বোধহয় মডেল হব না।

কেবল হারানোর কথা নয় এই সম্পর্ক থেকে কিছু ‘পাওয়া’ নিয়েও অকপট হয়েছেন শোল, ‘আমি তার কাছ থেকে বহু কিছু শিখেছি। বিশেষ করে আর্য এবং তালির শুটিং সেটে আমার থাকার সৌভাগ্য হয়েছিল। সুস্মিতার অভিনয় সামনাসামনি দেখতে পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি।’

শোল কেন সুম্মিতার সঙ্গেই থাকেন এই বিষয়ে সাবেক এই বিশ্বসুন্দরী অবশ্য কোনো কথা বলেননি।

১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতা বাঙালি সুস্মিতা ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। তারপর থেকে অভিনয়েই রয়েছেন।

অভিনয়ের চাইতেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চিত সুস্মিতা। ক্রিকেটার ওয়াসিম আকরাম, বলিউড অভিনেতা রণদ্বীপ হুডা, ব্যবসায়ী অনিল আম্বানি, চলচ্চিত্র নির্মাতা মানব মেনন ছাড়াও আরো কয়েক ব্যবসায়ী বা দাপুটে ব্যক্তিত্বের সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন নিয়ে বহুবার মেতেছে তার ভক্তরা।

বয়স ৫০ হলেও, ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেন কেন বিয়ের পিড়িতে বসছেন না সেই কারণ তিনি খোলাসা করেছেন কদিন আগে।

এই অভিনেত্রী বলেন, আমি বিয়ে করতে চাই। কিন্তু বিয়ে করার জন্য যোগ্য কাউকে তো খুঁজেও পেতে হবে, তাই না? বিয়ে এমনি এমনি তো হয়ে যায় না, এটি একটি হৃদয়ের বন্ধন। কাউকে দেখে বা চিনে এই অনুভূতিটাতো ভেতর থেকে আসতে হবে।

বিয়ে না করলেও দুই পালিত কন্যার মা হয়েছেন সুস্মিতা। সুস্মিতার ব্যস্ততা এখন ওটিটির পর্দা ঘিরে। ডিজনি প্লাস হটস্টারের ক্রাইম থ্রিলার আর্যতে শেষবার দেখা গেছে তাকে। সেখানে তিনি একজন মাফিয়া সম্রাজ্ঞীর ভূমিকায় অভিনয় করেছেন। এই সিরিজের তৃতীয় পর্ব আসছে চলতি বছরে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চূড়ান্ত পর্যায়ে জুলাই জাতীয় সনদ, ঐকমত্যের পথে কঠিন বাঁধা

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই জাতীয় সনদ&r...

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার: মাহফুজ আলম​​​​​​​

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নিশ্চিত করেছেন, ৫ আগস্টের মধ্যে...

এবার নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী

কদিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে...

‘বেকায়দায়’ রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ

বিশ্বের বেশির ভাগ ফুটবলারের স্বপ্ন থাকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার। রিয়ালে আসা...

যৌনকর্মী হতে বাধ্য হয়েছিলেন এই নায়িকা

একসময় তাঁর জীবনে আলোর অভাব ছিল না। অভিনয়ে এসেই পেয়ে গিয়েছিলেন বি আর চোপড়ার মত...

তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে : আয়াতুল্লাহ হুঁশিয়ারি

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে বলে হুঁশিয়ারি...

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ আগুন, কাজ করছে ১১ ইউনিট

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা